TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Jun 12, 2022 | 2:59 PM
৮০ দশকে টারজান ছিল বহু চর্চিত ছবি। নাম ভূমিকায় ছিলেন হেমন্ত বিরজে। তাঁর বিপরীতে ছিলেন কিমি কাটকর।
সোনিয়া বিরজে হেমন্ত বিরজের মেয়ে।
তিনি তাঁর বাবার সমসাময়িক আর এক অভিনেতা দীপক তিজোরির ডেবিউ ছবি দিয়ে বলিউডে পা রাখতে চলেছেন।
সোনিয়ার প্রথম ছবির নাম টিপ্পসি।
তিনি ডিজেও। ২০১৯ সালে ডিজে কোর্সও করেন। কিন্তু এক বছর পর কোভিডের জন্য বন্ধ হয়ে যায়। ডিজেতে সোনিয়া জঙ্গলি বেবি নামে পরিচিত।
তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। তাঁর এই হট লুকের ভক্ত ইতিমধ্যেই রয়েছেন।