এই মুসলিম দেশে ১ সপ্তাহেই গ্রেফতার হল ১৫০০০ জন! কী অপরাধে জানেন?
ঈপ্সা চ্যাটার্জী |
Apr 21, 2024 | 1:26 PM
Soudi Arabia: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা অবৈধভাবে এ দেশে বসবাস করছিল, তাদের ১৫ বছর অবধি কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হবে।
1 / 8
এমন এক দেশ, যেখানে চুরি করলে সাজা হিসাবে কেটে নেওয়া হয় ডান হাত। যদি কেউ অস্ত্র নিয়ে চুরি বা ডাকাতি করতে গিয়ে ধরা পড়লে তাকে সোজা ফাঁসির সাজা দেওয়া হয়।
2 / 8
কথা হচ্ছে সৌদি আরবের। এই মুসলিম প্রধান দেশ তাদের কঠোর নিয়মের জন্য পরিচিত। এখানে এক সপ্তাহেই গ্রেফতার করা হয়েছে ১৫ হাজার মানুষকে। কী তাদের অপরাধ জানেন?
3 / 8
সম্প্রতিই সৌদি আরবে আইনের কড়াকড়ি নিয়ে ফের তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। আর তাতেই এক সপ্তাহে ১৫ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।
4 / 8
যাদের গ্রেফতার করা হয়েছে, তারা মূলত বসবাস ও কাজ করতেই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশ করেছে। সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করার অপরাধেই এক সপ্তাহে ১৫ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।
5 / 8
ধৃতদের মধ্যে ৯৪৭৯ জনকে বেআইনিভাবে বসবাস ও ৩৭৬৩ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার জন্য গ্রেফতার করা হয়েছে।
6 / 8
রিপোর্টে দাবি করা হয়েছে, ধৃতদের মধ্যে ৬৪ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি ও ৩ শতাংশ অন্যান্য দেশের বাসিন্দা ছিল।
7 / 8
নিয়ম-কানুন অমান্য করে অনুপ্রবেশকারীদের আশ্রয় ও বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
8 / 8
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যারা অবৈধভাবে এ দেশে বসবাস করছিল, তাদের ১৫ বছর অবধি কারাদণ্ডের সাজা ও ২ কোটি টাকা জরিমানা করা হবে।