
বর্তমানে তিলোত্তমায় রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু (Cafu)। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে এ বার দেখা করলেন ব্রাজিলের হয়ে জোড়া বিশ্বকাপজয়ী কাফু। (ছবি-ফেসবুক)

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ক্রিকেটের বিষয়ে খুঁটিনাটি জানার আগ্রহ প্রকাশ করেন কাফু। (ছবি-ফেসবুক)

সৌরভের ফুটবলপ্রীতি কারও অজানা নয়। ফলে কাফু ও সৌরভের মধ্যে ক্রিকেটের পাশাপাশি ও ফুটবল নিয়েও দীর্ঘ আলোচনা হয়। (ছবি-ফেসবুক)

ফুটবল ও ক্রিকেটের দুই তারকাকে এক ফ্রেমে বন্দি হতে দেখে উচ্ছ্বসিত তাঁদের সমর্থকরা। (ছবি-ফেসবুক)

শনিবার কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপে খেলেছেন কাফু। মহমেডান স্পোর্টিংয়ের মাঠে হয়েছে এই প্রর্দশনী ম্যাচ। তার আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কাফু। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহাও। (নিজস্ব চিত্র)