
অবস্টেন্সে সেই আশ্চর্যজনক কভার ড্রাইভ কিংবা স্কোয়ার কাট ফিরতে চলেছে রুপোলি পর্দায়। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো কিংবা ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে টস করতে যাওয়া--- আরও একবার নস্টালজিয়াকে উস্কে দিতে ঘোষিত হয়েছিল ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কথা। তবে সাম্প্রতিক কালে যা যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দাদা ভক্ত হলে আপনার মন খারাপ হয়ে যেতেই পারে।

সূত্র মারফৎ জানা গিয়েছিল এই ছবিট প্রথমে পরিচালনা করার কথা ছিল পরিচালক লাভ রঞ্জনের। যদিও পরে জানা যায় তিনি তা করছেন না। এখানেই শেষ নয়, মুখ্য ভূমিকায় উঠে আসে রণবীর কাপুরের নামও। কিন্তু রণবীর ঘনিষ্ঠ জানিয়েছিলেন, ক্রিকেটের থেকে ফুটবল নিয়েই বেশি আগ্রহী ঋষি-পুত্র।

এর পর পরিচালনার ক্ষেত্রে উঠে আসে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যার কথা। এরপর কলকাতায় দুই সন্তানকে নিয়ে আইপিএলের প্লে অফ দেখতে এলে ঐশ্বর্যার পরিচালনার তত্ত্ব আরও জোরাল হয়। যদিও পরবর্তীতে জানা যায় তাঁর কলকাতাতে আসা নেহাতই সৌজন্য সাক্ষাৎ, তিনি পরিচালক নন, তাহলে কে?

সূত্র বলছে বাঙালির আবেগকে বুঝতে পারে এমন কোনও পরিচালকের কথাই ভাবছেন প্রযোজকরা। সেক্ষেত্রে উঠে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নামও। যদিও টিভিনাইন বাংলাকে সৃজিত জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রযোজকের তরফে তাঁর কাছে কোনও বার্তা যায়নি। রণবীরের খারিজ করে দেওয়ার পর নামভূমিকায় উঠে আসছে আরও কিছু অভিনেতার নাম।

এর মধ্যে রয়েছেন হৃতিক রোশনও। শোনা যাচ্ছে সৌরভ নিজেও তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন। প্রাথমিক ভাবে সিনেমার নাম ঠিক করা হয়েছে 'দাদা'।