Bangla NewsPhoto gallery Sourav Ganguly celebrates 75th Independence Day by hoisted flag at his office and CAB here see images
Sourav Ganguly: ৭৫তম স্বাধীনতা দিবস কেমন ভাবে কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, দেখুন ছবিতে
আজ ১৫ অগস্ট, সারা দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। ২০০ বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ১৯৪৭ সালের আজকের দিনে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশ। আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুরো দেশজুড়ে পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। সেই মহোৎসবে সামিল হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।