
আজ ১৫ অগস্ট, সারা দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস (Independence Day)। ২০০ বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ১৯৪৭ সালের আজকের দিনে মুক্তি পেয়ে স্বাধীনতা অর্জন করেছিল দেশ। আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে পুরো দেশজুড়ে পালিত হচ্ছে আজাদির অমৃত মহোৎসব। সেই মহোৎসবে সামিল হলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। (ছবি-নিজস্ব চিত্র)

আজ, ১৫ অগস্ট, সোমবার সকাল সকাল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির হন তাঁর অফিসে। সেখানে তিনি পতাকা উত্তোলন করেন। (ছবি-নিজস্ব চিত্র)

নিজের অফিসে পতাকা উত্তোলন করার পর, সৌরভ গঙ্গোপাধ্যায় আজ সকালে পৌঁছে যান সিএবিতে। (ছবি-নিজস্ব চিত্র)

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে একসঙ্গে পতাকা উত্তোলন করেন। (ছবি-নিজস্ব চিত্র)

২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। দ্বিতীয় দিনই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। (ছবি-নিজস্ব চিত্র)