TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jan 26, 2023 | 9:02 AM
প্রায় বছর দুয়েক ধরে শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের কথা। এ বার সেই কাজে গতি আনতে মুম্বই পাড়ি মহারাজের। (ছবি: টুইটার)
বায়োপিকের জন্য আপাতত মুম্বইয়ে রয়েছে প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। (ছবি: টুইটার)
শোনা যাচ্ছে সৌরভ নাকি নিজেই চিত্রনাট্য লেখার কাজে হাত দিয়েছেন। (ছবি: টুইটার)
কে অভিনয় করবেন সৌরভের বায়োপিকে? শোনা যাচ্ছে, বলিউডের মধ্যে রণবীর কাপুরকে পছন্দ মহারাজের। (ছবি:টুইটার)
ছবির নির্মাতা লভ প্রোডাকশন হাউস। (ছবি:টুইটার)(ছবি: টুইটার)
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবন জুড়ে উত্থান-পতন। ভারতীয় ক্রিকেটের উত্থানের পিছনে মহারাজের অবদান অনস্বীকার্য। সৌরভের ক্যাপ্টেন্সিতেই ঘুরে দাঁড়িয়েছিল টিম ইন্ডিয়া। গড়াপেটার অন্ধকার থেকে ভারতীয় দলের এই সাফল্যের পিছনে বীজ বোনার কাজ করেছিলেন সৌরভই।ছবি: টুইটার)
ইংল্যান্ডের মাটিতে ন্যাটওয়েস্ট ট্রফি জয়, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়, বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়- অনেক সাফল্য জড়িয়ে রয়েছে সৌরভের ক্যাপ্টেন্সিতে। (ছবি: টুইটার)
সৌরভের বায়োপিকে আরও বেশি নজর থাকবে গ্রেগ চ্যাপেল অধ্যায়ের উপর। (ছবি: টুইটার)