২২ গজে আবার ব্যাট হাতে নামতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লেজেন্ডস ক্রিকেট লিগে একটি চ্যারিটি ম্যাচে খেলতে নামবেন মহারাজ। তার আগে জিমে ঘাম ঝরাতে দেখা গেল বিসিসিআই সভাপতিকে। (ছবি-টুইটার)
লেজেন্ডস ক্রিকেট লিগে নামার জন্য জিমে ঘাম ঝরাতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। নিজেই ইন্সটাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন সৌরভ। (ছবি-সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রাম)
বিভিন্ন দেশের প্রাক্তন তারকা ক্রিকেটাররা খেলেন লেজেন্ডস ক্রিকেট লিগে। সেখানেই একটি চ্য়ারিটি ম্যাচে খেলতে দেখা যাবে সৌরভকে। লেজেন্ডস ক্রিকেট লিগের আয়োজকদের তরফেও এই খবর জানানো হয়েছে। (ছবি-সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রাম)
আজাদি কা মহোৎসবের জন্যই অনুষ্ঠিত হবে লেজেন্ডস ক্রিকেট লিগে চ্যারিটি ম্যাচ। আর সেখানেই ব্যাট হাতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। (ছবি-সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রাম)
সৌরভের ইনস্টাগ্রামের পোস্ট দেখেই বোঝা গিয়েছে, তিনি স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষেই বিশেষ ম্যাচে খেলতে নামবেন। তারই প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দাদা। পাশাপাশি মহারাজ জানান, এই বিশেষ ম্যাচ খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। (ছবি-সৌরভ গঙ্গোপাধ্যায় ইন্সটাগ্রাম)