Sourav Ganguly: কুল কুল করে বইছে টেমস নদী, লন্ডনে সৌরভের স্বপ্নের আশিয়ানা
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 25, 2022 | 11:22 AM
লন্ডন তাঁর দ্বিতীয় বাড়ি। বছরে দুই থেকে তিনবার যাওয়া পাকা। শত ব্যস্ততাতেও প্রিয় শহরে গিয়ে ছুটি কাটানোর সময় ঠিক বের করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কেরিয়ার ও জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই শহর।
1 / 5
লন্ডন তাঁর দ্বিতীয় বাড়ি। বছরে দুই থেকে তিনবার যাওয়া পাকা। শত ব্যস্ততাতেও প্রিয় শহরে গিয়ে ছুটি কাটানোর সময় ঠিক বের করে নেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের কেরিয়ার ও জীবনের অনেকটা বড় অংশ জুড়ে এই শহর। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 5
তাই লন্ডনে সৌরভের বাড়ি থাকবে, এতে আর আশ্চর্যের কী? ২০০৮ সালে সাসেক্সে একটি বিলাসবহুল বাংলো কিনেছিলেন।(ছবি:ইনস্টাগ্রাম)
3 / 5
গতবছর উত্তর লন্ডনে একটি ডবল বেডরুমের অ্যাপার্টমেন্ট কেনেন বিসিসিআই প্রেসিডেন্ট। নর্থ হ্যারোর ওই অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যালকনিতে দাঁড়ালেই চোখে পড়ে নয়নাভিরাম দৃশ্য।(ছবি:ইনস্টাগ্রাম)
4 / 5
সৌরভের লন্ডনের নতুন আস্তানার পাশ দিয়ে বয়ে চলেছে টেমস নদী। তাছাড়া ব্যালকনি থেকেই চোখে পড়ে লন্ডন আই। জায়গাটি মধ্য লন্ডন থেকে ৪৫ মিনিটের পথ।(ছবি:ইনস্টাগ্রাম)
5 / 5
অ্যাপার্টমেন্টটির আনুমানিক দাম ৪.৬৬ কোটি টাকা। মেয়ে সানা এখন লন্ডনে পড়াশোনা করছে। তাই বোধহয় মধ্য লন্ডনের কাছাকাছি নতুন আশিয়ানা ক্রয় সৌরভের।(ছবি:ইনস্টাগ্রাম)