TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 04, 2022 | 4:54 PM
দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি 'বাহুবালী' ১ এবং ২। এস এস রাজামৌলী পরিচালনা করেছেন এই ছবির। একাধিক দক্ষিণী তারকা অভিনয় করেছেন তাতে।
সেই তারকা-তালিকার মধ্যে অন্যতম ছিলেন তামান্না ভাটিয়া। অবন্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কুন্তল রাজ্যের এক যোদ্ধা এবং মহেন্দ্র বাহুবলীর প্রেমিকা।
'বাহুবলী'র প্রথম অংশে দেখা যায় তাঁকে। একদিকে যেমন লড়াকু সৈনিক, অন্য়দিকে সুন্দরী এবং লাস্য়ময়ী।
কিন্তু 'বাহুবলী' দ্বিতীয়তে মাত্র ৩-৪টে দৃশ্যেই ছিলেন তিনি। কিন্তু কেন এত কম জায়গা পেলেন নায়িকা?
সেই কারণের ব্যাখ্যা করেছেন খোদ তামান্নাই। তিনি জানিয়েছেন, 'বাহুবলী ২'তেও তাঁর থাকার কথা ছিল না।
বলেছেন, "আমার চরিত্রটা প্রথম অংশের জন্যই ছিল। দ্বিতীয়তে আমার থাকার কথাই ছিল না। তবুও ক্যামিও চরিত্রের মতোই আমি ছিলাম ৩-৪টে দৃশ্যে।"