Tamannaah Bhatia: ‘বাহুবলী ২’তে অভিনয় করার কেন এত কম সুযোগ পেলেন তামান্না? এবার নায়িকা জানিয়েছেন নিজেই

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 04, 2022 | 4:54 PM

Baahubali 2: তামান্না জানিয়েছেন, সেই ছবিতে তাঁর থাকারই কথা ছিল না।

1 / 6
দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি 'বাহুবালী' ১ এবং ২। এস এস রাজামৌলী পরিচালনা করেছেন এই ছবির। একাধিক দক্ষিণী তারকা অভিনয় করেছেন তাতে।

দেশের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি 'বাহুবালী' ১ এবং ২। এস এস রাজামৌলী পরিচালনা করেছেন এই ছবির। একাধিক দক্ষিণী তারকা অভিনয় করেছেন তাতে।

2 / 6
সেই তারকা-তালিকার মধ্যে অন্যতম ছিলেন তামান্না ভাটিয়া। অবন্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কুন্তল রাজ্যের এক যোদ্ধা এবং মহেন্দ্র বাহুবলীর প্রেমিকা।

সেই তারকা-তালিকার মধ্যে অন্যতম ছিলেন তামান্না ভাটিয়া। অবন্তিকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কুন্তল রাজ্যের এক যোদ্ধা এবং মহেন্দ্র বাহুবলীর প্রেমিকা।

3 / 6
'বাহুবলী'র প্রথম অংশে দেখা যায় তাঁকে। একদিকে যেমন লড়াকু সৈনিক, অন্য়দিকে সুন্দরী এবং লাস্য়ময়ী।

'বাহুবলী'র প্রথম অংশে দেখা যায় তাঁকে। একদিকে যেমন লড়াকু সৈনিক, অন্য়দিকে সুন্দরী এবং লাস্য়ময়ী।

4 / 6
কিন্তু 'বাহুবলী' দ্বিতীয়তে মাত্র ৩-৪টে দৃশ্যেই ছিলেন তিনি। কিন্তু কেন এত কম জায়গা পেলেন নায়িকা?

কিন্তু 'বাহুবলী' দ্বিতীয়তে মাত্র ৩-৪টে দৃশ্যেই ছিলেন তিনি। কিন্তু কেন এত কম জায়গা পেলেন নায়িকা?

5 / 6
সেই কারণের ব্যাখ্যা করেছেন খোদ তামান্নাই। তিনি জানিয়েছেন, 'বাহুবলী ২'তেও তাঁর থাকার কথা ছিল না।

সেই কারণের ব্যাখ্যা করেছেন খোদ তামান্নাই। তিনি জানিয়েছেন, 'বাহুবলী ২'তেও তাঁর থাকার কথা ছিল না।

6 / 6
বলেছেন, "আমার চরিত্রটা প্রথম অংশের জন্যই ছিল। দ্বিতীয়তে আমার থাকার কথাই ছিল না। তবুও ক্যামিও চরিত্রের মতোই আমি ছিলাম ৩-৪টে দৃশ্যে।"

বলেছেন, "আমার চরিত্রটা প্রথম অংশের জন্যই ছিল। দ্বিতীয়তে আমার থাকার কথাই ছিল না। তবুও ক্যামিও চরিত্রের মতোই আমি ছিলাম ৩-৪টে দৃশ্যে।"

Next Photo Gallery