
শরীর ভাল নেই তাঁদের। বাসা বেঁধেছে জটিল রোগ। তবু হাসিমুখে কাজ চালিয়ে যাচ্ছেন ওঁরা। দক্ষিণী ছবির এই ৪ অভিনেত্রীর কথা শুনলে চমকে যেতেই হয়।

তালিকায় প্রথমেই রয়েছেন সামান্থা রুথ প্রভু। পলিমরফোস লাইট ইরাপশন, মায়োসাইটিসের মতো রোগ দেখা গিয়েছে তাঁর দেহে। বিদেশে গিয়েও চিকিৎসা করাতে হয়েছে তাঁকে। এখনও চলছে চিকিৎসা।

ত্বকের মারাত্মক সমস্যায় ভুগছেন নয়নতারা। অবস্থা বেশ খারাপ। যে রোগে ভুগছেন তাঁর চিকিৎসাও খুব একটা নেই।

পলিসিস্টিক ওভারির সমস্যায় ভুগছেন কমল হাসানের মেয়ে অভিনেত্রী শ্রুতি হাসান। হরমোনের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।
