
ম্যাচের ৭ মিনিটে রেডমন্ডের পাস থেকে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স (Kyle Walker-Peters)। (ছবি-সাউদাম্পটন টুইটার)

১-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে ম্যান সিটিকে সমতায় ফেরান অ্যামেরিক লাপোর্তে (Aymeric Laporte)। (ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

পয়েন্ট নষ্ট হলেও, ইপিএলের লিগ টেবলের শীর্ষেই রয়েছে গুয়ার্দিওলার দল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট কেভিন ডি ব্রুইনদের।(ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)