Premier League: সাউদাম্পটনের মাঠে ড্রয়ে পয়েন্ট নষ্ট ম্যাঞ্চেস্টার সিটির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 23, 2022 | 12:00 PM

প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে সাউদাম্পটনের (Southampton) ঘরের মাঠে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ঘরের মাঠে মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সিটি। পয়েন্ট নষ্ট হলেও, ইপিএলের লিগ টেবলের শীর্ষেই রয়েছে গুয়ার্দিওলার দল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট কেভিন ডি ব্রুইনদের। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের তাদের থেকে ১২ পয়েন্ট কম রয়েছে।

1 / 4
 ম্যাচের ৭ মিনিটে রেডমন্ডের পাস থেকে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স (Kyle Walker-Peters)। (ছবি-সাউদাম্পটন টুইটার)

ম্যাচের ৭ মিনিটে রেডমন্ডের পাস থেকে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন কাইল ওয়াকার-পিটার্স (Kyle Walker-Peters)। (ছবি-সাউদাম্পটন টুইটার)

2 / 4
 ১-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

১-০ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যান সিটি। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

3 / 4
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে ম্যান সিটিকে সমতায় ফেরান অ্যামেরিক লাপোর্তে (Aymeric Laporte)। (ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের ফ্রি-কিক থেকে হেডে বল জালে জড়িয়ে ম্যান সিটিকে সমতায় ফেরান অ্যামেরিক লাপোর্তে (Aymeric Laporte)। (ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

4 / 4
পয়েন্ট নষ্ট হলেও, ইপিএলের লিগ টেবলের শীর্ষেই রয়েছে গুয়ার্দিওলার দল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট কেভিন ডি ব্রুইনদের।(ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

পয়েন্ট নষ্ট হলেও, ইপিএলের লিগ টেবলের শীর্ষেই রয়েছে গুয়ার্দিওলার দল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট কেভিন ডি ব্রুইনদের।(ছবি- ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

Next Photo Gallery