UEFA Women’s EURO Cup 2022: ডেনমার্ককে হারিয়ে শেষ আটে স্পেন
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের গ্রুপ-বি-এর ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে নেমেছিল স্পেন। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ হয়। ম্যাচের শেষবেলায় এসে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন মার্তা কার্ডোনা। ডেনমার্কের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আন্দ্রেয়া পেরেইরারা।