
ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) গ্রুপ-বি-এর ম্যাচে ডেনমার্কের (Denmark) বিরুদ্ধে নেমেছিল স্পেন (Spain)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

স্পেনের ফরোয়ার্ড অ্যাথেনিয়া দেল কাস্তিলো গোলের দরজা খোলার অনেক চেষ্টা করেন। কিন্তু ডেনমার্কের গোলরক্ষক লেন ক্রিস্টেনসেন তাঁর সব চেষ্টাই রুখে দেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

যার ফলে গোলশূন্য অবস্থায় ডেনমার্ক বনাম স্পেন ম্যাচের প্রথমার্ধ শেষ হয়। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

ম্যাচের শেষবেলায় এসে, ৯০ মিনিটের মাথায় স্পেনের হয়ে একমাত্র গোলটি করেন মার্তা কার্ডোনা (Marta Cardona)। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)

এ বার চলতি মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ জুলাই নামবে স্পেন। (ছবি-উয়েফা ওমেন্স ইউরো ২০২২ টুইটার)