UEFA Women’s EURO Cup 2022: শুরুতেই পিছিয়ে পড়েও স্পেনের বিশাল জয়
মেয়েদের ইউরো কাপে (UEFA Women's EURO Cup 2022) গ্রুপ বি-র ম্য়াচে ফিনল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারাল স্পেন। প্রথম মিনিটে লিন্ডা সালস্ট্রমের গোলে এগিয়ে যায় ফিনল্যান্ড। কিন্তু তারপর আর স্পেনের সামনে দাঁড়াতে পারেনি ফিনল্যান্ড। পাস অ্যাকুরেসি থেকে শুরু করে পোসেসনেও ফিনল্যান্ডের থেকে এগিয়ে ছিল স্পেন। তাদের হয়ে চারটি গোল করেন ইরানা পারেদেস, আইতানা বনমাত্তি লুসিয়া গার্সিয়া এবং মারিওনা ক্যালডেন্টি গোল করেন।
শুরুতেই পিছিয়ে পড়েও স্পেনের বিশাল জয়
Follow Us:
ম্যাচের বয়স যখন ১ মিনিট ফিনল্যান্ডের হয়ে প্রথম বল জালে জড়ান লিন্ড্রা সালস্ট্রম (Linda Sallstrom)।
১-০ পিছিয়ে থেকে শুরু করে ২৬ মিনিটের মাথায় স্পেনকে সমতায় ফেরান ইরানা পারেদেস (Irene Paredes)।
এরপর প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে, ৪১ মিনিটের মাথায় গোল করে স্পেনকে এগিয়ে দেন আইতানা বনমাত্তি (Aitana Bonmati)। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি।