World Athletics Championships 2023 : ১০০ মিটারে বিশ্বের দ্রুততম মানবীরা

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 23, 2023 | 9:30 AM

এ মেয়েরা ঘোড়ার বেগে দৌড়োয়। ট্র্যাকের শেষ প্রান্তের সাদা দাগ লক্ষ্য করে তীর বেগে ছুটে চলে। যেটা পার করতেই পারলেই মুঠোয় বিশ্ব। এই প্রতিবেদনে রইল তেমনই কয়েকজন দ্রুততম মানবীর কথা।

1 / 8
শা'ক্যারি রিচার্ডসন। মহিলাদের ১০০ মিটারে বিশ্বের নতুন চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ডসন। টানা তিনবছরের প্রচেষ্টার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জিতেছেন ২৩ বছরের এই অ্যাথলিট। (ছবি:ইনস্টাগ্রাম)

শা'ক্যারি রিচার্ডসন। মহিলাদের ১০০ মিটারে বিশ্বের নতুন চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের রিচার্ডসন। টানা তিনবছরের প্রচেষ্টার পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটারে সোনা জিতেছেন ২৩ বছরের এই অ্যাথলিট। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
২৩ বছরের শা'ক্যারি রিচার্ডসন হলেন অষ্টম মার্কিনী অ্যাথলিট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনার পদক জিতেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

২৩ বছরের শা'ক্যারি রিচার্ডসন হলেন অষ্টম মার্কিনী অ্যাথলিট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সোনার পদক জিতেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
৩৭ বছরের জামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ২০০৯ সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জেতেন ফ্রেজার প্রাইস। এরপর ২০১৩ ও ২০১৫ সালে এই জামাইনকান অ্য়াথলিট খেতাব ধরে রেখেছিলেন। ২০১৯ ও ২০২২ সালে পরপর দু'বছর মেয়েদের ১০০ মিটারে দাপট বজায় ছিল এই জামাইকানের। চলতি বছরে ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছিলেন ফ্রেজার প্রাইস। তবে শা'ক্যারির কাছে হার মানতে হয়েছে তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

৩৭ বছরের জামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেজার প্রাইস। ২০০৯ সালে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্সে সোনা জেতেন ফ্রেজার প্রাইস। এরপর ২০১৩ ও ২০১৫ সালে এই জামাইনকান অ্য়াথলিট খেতাব ধরে রেখেছিলেন। ২০১৯ ও ২০২২ সালে পরপর দু'বছর মেয়েদের ১০০ মিটারে দাপট বজায় ছিল এই জামাইকানের। চলতি বছরে ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নেমেছিলেন ফ্রেজার প্রাইস। তবে শা'ক্যারির কাছে হার মানতে হয়েছে তাঁকে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার মারিওন জোনস ১৯৯৭ ও ১৯৯৯ সালে ১০০ মিটারে সোনা জেতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার মারিওন জোনস ১৯৯৭ ও ১৯৯৯ সালে ১০০ মিটারে সোনা জেতেন। (ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
২০১১ সালে বিশ্বের দ্রুততম স্প্রিন্টার হন মার্কিন যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটার।  (ছবি:ইনস্টাগ্রাম)

২০১১ সালে বিশ্বের দ্রুততম স্প্রিন্টার হন মার্কিন যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটার। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন হলেন জামাইকান স্প্রিন্টার। ২০০৭ সালে ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার সোনার পদক জেতেন ভেরোনিকা। (ছবি:ইনস্টাগ্রাম)

ভেরোনিকা ক্যাম্পবেল ব্রাউন হলেন জামাইকান স্প্রিন্টার। ২০০৭ সালে ওসাকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার সোনার পদক জেতেন ভেরোনিকা। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
২০২৩ সালের আগে ২০১৭-তে শেষবার ১০০ মিটারে সোনা জিতেছিলেন মার্কিন স্প্রিন্টার টোরি বোয়ি। এ বছরই সন্তানসম্ভবা থাকাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁর। (ছবি:ইনস্টাগ্রাম)

২০২৩ সালের আগে ২০১৭-তে শেষবার ১০০ মিটারে সোনা জিতেছিলেন মার্কিন স্প্রিন্টার টোরি বোয়ি। এ বছরই সন্তানসম্ভবা থাকাকালীন রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁর। (ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
আমেরিকার লওরিয়ান উইলিয়ামস ২০০৫ সালে বিশ্ব অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

আমেরিকার লওরিয়ান উইলিয়ামস ২০০৫ সালে বিশ্ব অ্যাথলেটিক্সে ১০০ মিটারে সোনা জিতেছিলেন। (ছবি:ইনস্টাগ্রাম)

Next Photo Gallery