৪ ভাগ্যবান ভারতীয় ক্রিকেটার, যাঁরা পেয়েছেন আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কার

Jan 02, 2024 | 10:00 AM

ICC Cricketers of the year Award: আইসিসির নিরিখে যে ক্রিকেটাররা বছরভর অনবদ্য পারফর্ম করেছেন, তাঁদের এ বার পুরস্কৃত হওয়ার পালা। ২০২২ সালে আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন বাবর আজম। ২০২৩ সাল শেষ হওয়ার পর শুরু হয়েছে ২০২৪ সাল। তেইশে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়ার দৌড়ে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, ড্যারেল মিচেল, কুলদীপ যাদব, মহম্মদ সামি, ট্রাভিস হেডরা।

1 / 8
 রাহুল দ্রাবিড় - রাহুল দ্রাবিড় প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

রাহুল দ্রাবিড় - রাহুল দ্রাবিড় প্রথম ভারতীয় ক্রিকেটার, যিনি আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
২০০৪ সালে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারের পাশাপাশি আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

২০০৪ সালে টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ারের পাশাপাশি আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন রাহুল দ্রাবিড়। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
সচিন তেন্ডুলকর - রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে সচিন তেন্ডুলকর এই পুরস্কার পেয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

সচিন তেন্ডুলকর - রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০১০ সালে সচিন তেন্ডুলকর এই পুরস্কার পেয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
সচিন তেন্ডুলকর ২০১০ সালে ১৭৬৬ রান করেছিলেন। তিনি সে বার ১৪টি টেস্টে করেছিলেন ১৫৬২ রান এবং ২টি ওডিআইতে তিনি করেন ২০৪ রান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

সচিন তেন্ডুলকর ২০১০ সালে ১৭৬৬ রান করেছিলেন। তিনি সে বার ১৪টি টেস্টে করেছিলেন ১৫৬২ রান এবং ২টি ওডিআইতে তিনি করেন ২০৪ রান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
রবিচন্দ্রন অশ্বিন - ২০১৬ সালে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছিলেন আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন অশ্বিন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

রবিচন্দ্রন অশ্বিন - ২০১৬ সালে ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন পেয়েছিলেন আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন অশ্বিন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
২০১৬ সালে ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন ১২টি টেস্টে খেলেছিল তাতে তিনি ৭২ জন ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

২০১৬ সালে ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন ১২টি টেস্টে খেলেছিল তাতে তিনি ৭২ জন ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছিলেন। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
বিরাট কোহলি - আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

বিরাট কোহলি - আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পাওয়া চতুর্থ ভারতীয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
২০১৭ এবং ২০১৮ সালে পরপর দু'বার আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছিলেন বিরাট কোহলি। ২০১৭ সালে বিরাট কোহলি মোট ২৮১৮ রান করেছিলেন। আর ২০১৮ সালে কোহলির ব্যাটে এসেছিল ২৭৩৫ রান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

২০১৭ এবং ২০১৮ সালে পরপর দু'বার আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড জিতেছিলেন বিরাট কোহলি। ২০১৭ সালে বিরাট কোহলি মোট ২৮১৮ রান করেছিলেন। আর ২০১৮ সালে কোহলির ব্যাটে এসেছিল ২৭৩৫ রান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)

Next Photo Gallery