RCB: যাঁদের জন্য টাকার থলি নিয়ে বসে আরসিবি
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 15, 2023 | 8:45 AM
IPL 2024 Auction:নিলামের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। পছন্দের তারকা কোন দলে গেলেন তা জানার আগ্রহী তাঁরা। নিলামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নজরে অনেকেই। ২৩.২৫ কোটি টাকায় কোন তারকাদের দলে টানতে চাইবে আরসিবি?
1 / 8
ডিসেম্বর শেষ হতে চলল। নতুন বছরের শুরুর দিকেই আইপিএল। ইতিমধ্যেই ক্রিকেটের কোটিপতি লিগের প্রস্তুতি তুঙ্গে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারণ হবে ক্রিকেটারদের। নিলামের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
পছন্দের তারকা কোন দলে গেলেন তা জানার আগ্রহী তাঁরা। নিলামে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নজরে অনেকেই। ২৩.২৫ কোটি টাকায় কোন তারকাদের দলে টানতে চাইবে আরসিবি? (ছবি:সোশ্যাল মিডিয়া
4 / 8
আরসিবিতে তারকার অভাব নেই। তবে একজন বাড়তি অভিজ্ঞ ওপেনার খুঁজছে বিরাটের দল। তাই তাদের নজর ট্রাভিস হেডের দিকে। বিশ্বকাপে নজর কেড়েছেন এই অজি তারকা। এ বার তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে ব্যাঙ্গালোরের দলটি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
ওডিআই বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স। যার ফসল পেতে চলেছেন কিউয়ি ওপেনার রাচিন রবীন্দ্র। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রিলিজ করেছে আরসিবি। তার জায়গায় রাচিনে নজর ব্যাঙ্গালোরের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
এ ছাড়া আরসিবির নজর রয়েছে অজি তারকা মিচেল স্টার্কের দিকে। জশ হ্যাজলউডকেব রিলিজ করে দিয়েছে ব্যাঙ্গালোর। তাঁর জায়গায় বাঁ হাতি পেসার স্টার্ককে দলে নিতে ঝাঁপাতে পারে ব্যাঙ্গালোরের এই ফ্র্যাঞ্চাইজি। (ছবি:সোশ্যাল মিডিয়া
7 / 8
আগের মরসুমে সেই অর্থে জ্বলে উঠতে পারেননি হার্শাল প্যাটেল। তাঁকে রিলিজ করে দিয়েছে আরসিবি। এ বার তাঁর পরিবর্ত হিসেবে চেতান সাকারিয়ার কথা ভাবতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
এ ছাড়া আরসিবির নজর শিভম মাভির দিকে। গুজরাট টাইটান্স একটিও ম্যাচ না খেলিয়ে তাঁকে রিলিজ করেছে। এ বার আরসিবির জার্সিতে নজর কাড়তে পারেন বছর ২৫-এর এই পেসার। (ছবি:সোশ্যাল মিডিয়া)