IPL 2024: ধোনি-পীযুষ-সহ যে ৬ ক্রিকেটার আইপিএলের পর অবসর নিতে পারেন

Jan 04, 2024 | 9:58 AM

IPL: থামার একটা সময় থাকে। যে যতই বলুক না কেন। কোনও ক্রিকেটার বরাবর খেলা চালিয়ে যাবেন তেমনটা হয় না। কোনও সময় পারফরম্যান্সের কারণে কোনও ক্রিকেটার অবসর নেন। আবার কখনও বা শরীর দেয় না। বয়সও মাঝে মাঝে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। গত ২ বারের আইপিএলের সময় বার বার শোনা গিয়েছে, আইপিএল থেকে অবসর নেবেন ধোনি। কিন্তু কোথায় কী! দিব্বি ৪২এও আইপিএলে খেলার জন্য তৈরি তিনি। কিন্তু এর পরের বছর?

1 / 8
বছরের পর বছর কোনও ক্রীড়াবিদই খেলা চালিয়ে যেতে পারেন না। কিছু কিছু প্রতিবন্ধকতা চলে আসে। আইপিএলে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটার খেলেন। জুনিয়র ক্রিকেটাররা যেমন থাকেন, সিনিয়র ক্রিকেটাররাও কম থাকেন না।

বছরের পর বছর কোনও ক্রীড়াবিদই খেলা চালিয়ে যেতে পারেন না। কিছু কিছু প্রতিবন্ধকতা চলে আসে। আইপিএলে দেশ-বিদেশের একাধিক ক্রিকেটার খেলেন। জুনিয়র ক্রিকেটাররা যেমন থাকেন, সিনিয়র ক্রিকেটাররাও কম থাকেন না।

2 / 8
২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর মোট ৬জন ক্রিকেটার অবসর নিতে পারেন। ক্রিকেটমহলে কান পাতলে তেমন গুঞ্জন শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন কারা?

২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর মোট ৬জন ক্রিকেটার অবসর নিতে পারেন। ক্রিকেটমহলে কান পাতলে তেমন গুঞ্জন শোনা যাচ্ছে। তালিকায় রয়েছেন কারা?

3 / 8
সবার প্রথমেই রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৪২ বছর বয়স। চেন্নাইয়ের জন্য তিনি অনেককিছু করেছেন। ক্রিকেট মহলের একাংশের মতে, চব্বিশের আইপিএলের পর আর হলুদ জার্সিতে দেখা যাবে না ধোনিকে।

সবার প্রথমেই রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ৪২ বছর বয়স। চেন্নাইয়ের জন্য তিনি অনেককিছু করেছেন। ক্রিকেট মহলের একাংশের মতে, চব্বিশের আইপিএলের পর আর হলুদ জার্সিতে দেখা যাবে না ধোনিকে।

4 / 8
মুম্বই ইন্ডিয়ান্স এখনও ভরসা রেখেছে দলের সিনিয়র ক্রিকেটার পীযুষ চাওলার ওপর। তিনি এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলবেন। কিন্তু ৩৫ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার হয়তো এ বারই শেষ আইপিএলে খেলতে পারেন।

মুম্বই ইন্ডিয়ান্স এখনও ভরসা রেখেছে দলের সিনিয়র ক্রিকেটার পীযুষ চাওলার ওপর। তিনি এ বারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই খেলবেন। কিন্তু ৩৫ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার হয়তো এ বারই শেষ আইপিএলে খেলতে পারেন।

5 / 8
চব্বিশের আইপিএলের পর হয়তো অবসরের পথে হাঁটতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক। ৩৮ বছরের কার্তিক ২০২২ সালে আরসিবির হয়ে ভালো পারফর্ম করতে পারেননি।

চব্বিশের আইপিএলের পর হয়তো অবসরের পথে হাঁটতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিক। ৩৮ বছরের কার্তিক ২০২২ সালে আরসিবির হয়ে ভালো পারফর্ম করতে পারেননি।

6 / 8
আরসিবির আরও এক ক্রিকেটার ২০২৪ সালের আইপিএলের পর অবসর নিতে পারেন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু'প্লেসি। ৩৯ বছর বয়সী ডু'প্লেসি জাতীয় দলের হয়ে এখন খেলেন না।

আরসিবির আরও এক ক্রিকেটার ২০২৪ সালের আইপিএলের পর অবসর নিতে পারেন। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার তারকা ফাফ ডু'প্লেসি। ৩৯ বছর বয়সী ডু'প্লেসি জাতীয় দলের হয়ে এখন খেলেন না।

7 / 8
 মহেন্দ্র সিং ধোনি, পীযুষ চাওলা ছাড়া আরও এক ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যিনি ২০২৪ সালের আইপিএলের পর অবসর নিতে পারেন। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। আপাতত তিনি আইপিএলে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। ৩৮এর গব্বর তাই এ বারের আইপিএলের পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন।

মহেন্দ্র সিং ধোনি, পীযুষ চাওলা ছাড়া আরও এক ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যিনি ২০২৪ সালের আইপিএলের পর অবসর নিতে পারেন। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ পাননি শিখর ধাওয়ান। আপাতত তিনি আইপিএলে পঞ্জাব কিংসের ক্যাপ্টেন। ৩৮এর গব্বর তাই এ বারের আইপিএলের পরই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিতে পারেন।

8 / 8
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার সদ্য টেস্ট এবং ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অবশ্য টি-২০ ক্রিকেট খেলে যাবেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু ক্রিকেট মহলের অনেকের মতে অবসরের পথে হাঁটতে পারেন ওয়ার্নার।

অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার সদ্য টেস্ট এবং ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। অবশ্য টি-২০ ক্রিকেট খেলে যাবেন বলেই জানিয়েছেন তিনি। কিন্তু ক্রিকেট মহলের অনেকের মতে অবসরের পথে হাঁটতে পারেন ওয়ার্নার।

Next Photo Gallery