
ভারতীয় টিমে আজ ৬ ডিসেম্বর জন্মদিনের হ্যাটট্রিক। কিন্তু আরও ২ ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁদের জন্মদিন আজ। তাঁদের সঙ্গে রয়েছেন ২ বিদেশি ক্রিকেটারও। বিস্তারিত জেনে নিন এই ফটো গ্যালারিতে...

প্রথমেই আসা যাক ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) কথায়। আজ, ৬ ডিসেম্বর দেখতে দেখতে রবীন্দ্র জাডেজা ৩৫-এ পা দিলেন। ১৯৮৮ সালে জন্ম জাডেজার। বিশ্বকাপে জাড্ডু নজরকাড়া পারফর্ম করেছিলেন। এ বার তাঁকে প্রোটিয়া সফরে অ্যাকশনে দেখা যাবে।

টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরারও আজ জন্মদিন। ৩০এ পা দিলেন বুমরা। আসন্ন প্রোটিয়া সফরের টেস্ট সিরিজে সহ-অধিনায়কের দায়িত্বে দেখা যাবে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)।

ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারেরও আজ জন্মদিন। ২৯-এ পা দিলেন শ্রেয়স আইয়ার। ওডিআই বিশ্বকাপে তিনি ভালো পারফর্ম করেছিলেন। তারপর দেশের মাটিতে হওয়া ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শেষ ২ ম্যাচে তিনি খেলেছিলেন। ভারতের প্রোটিয়া সফরে তিন ফর্ম্যাটের সিরিজের স্কোয়াডে রয়েছেন তিনি।

ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার আরপি সিংয়ের আজ জন্মদিন। মহম্মদ কাইফ, মুনাফ প্যাটেলদের সঙ্গে খেলা আরপি সিং আজ ৩৮এ পা দিলেন।

করুণ নায়ারেরও আজ জন্মদিন। দেশের হয়ে তিনি ৬টি টেস্টে এবং ২টি ওডিআইতে খেলেছেন। আজ তিনি ৩২ এ পা দিলেন। বর্তমানে তিনি আইপিএলে খেলেন।

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসেরও আজ জন্মদিন। ১৯৯৬ সালে জন্ম তাঁর। ২৭ বছরে পা দিলেন কিউয়ি তারকা।

ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের আজ জন্মদিন। ইংল্যান্ডের হয়ে ৭৯টি টেস্টে, ১৪১টি ওডিআইতে এবং ৭টি টি-২০তে খেলেছিলেন ফ্লিনটফ।