
মুম্বইয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচে আজ, ১ ডিসেম্বর মুখোমুখি হয়েছিল দীনেশ কার্তিকের তামিলনাড়ু ও মনদীপ সিংয়ের পঞ্জাব। দুরন্ত লড়াই করেও অবশ্য দলকে জেতাতে পারেননি ডিকে।

আগামী বছরের আইপিএলের জন্য দীনেশ কার্তিককে রিটেইন করে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিজয় হাজারে ট্রফিতে ধুন্ধুমার ব্যাটিং করে আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন দীনেশ কার্তিক।

টস জিতে পঞ্জাবকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন দীনেশ কার্তিক। পঞ্জাব ৪৫.২ ওভারে ২৫১ রানে অল আউট হয়। ২৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে দলগত তিন অঙ্কের রান তোলার আগেই ৭ উইকেট পড়ে যায় তামিলনাড়ুর।

এর পর শুরু হয় আসল লড়াই। পঞ্জাব বনাম তামিলনাড়ু ম্যাচে যেন লড়াই হল ১৯ নম্বর জার্সি বনাম ১৯ নম্বর জার্সির। কারণ, একদিকে পঞ্জাবের দেওয়া টার্গেট যাতে না পূরণ করতে পারে তামিলনাড়ু, তার জন্য প্রাণ দিয়ে লড়েন সিদ্ধার্থ কৌল। অন্যদিকে দীনেশ কার্তিক দলকে জেতানোর মরিয়া চেষ্টা করেন।

১৩টি চার, ৪টি ছয় দিয়ে ৯৩ রানের দুরন্ত ইনিংস উপহার দেন দীনেশ কার্তিক। কিন্তু ৩৩তম ওভারে সিদ্ধার্থ কৌল তুলে নেন তামিলনাড়ুর অধিনায়কের উইকেট। আর ঠিক তারপরই তামিলনাড়ুর জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়।

যে ছন্দে ব্যাটিং করছিলেন দীনেশ কার্তিক। তাতে পুরো ৫০ ওভার খেলতে পারলে হয়তো তামিলনাড়ু জিতে যেতেও পারত। কিন্তু তা হতে দেননি সিদ্ধার্থ কৌল।

পঞ্জাবের বিরুদ্ধে দীনেশ কার্তিক ৪১তম লিস্ট এ অর্ধশতরান করেন। এবং লিস্ট এ ক্রিকেটে ৭৫০০ রানও পূর্ণ করেছেন তিনি।

৩৪.২ ওভারে ১৭৫ রান তুলে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। যার ফলে ৭৬ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় পঞ্জাব। এই ম্যাচের পরও গ্রুপ ই এর তিনে রয়েছে দীনেশ কার্তিকের তামিলনাড়ু। ৪ ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে ডিকের দল।