চব্বিশের আইপিএলের নিলাম আসছে। আজ ১ ডিসেম্বর। আইপিএল-২০২৪ এর নিলাম ১৯ ডিসেম্বর। ১০ দলের রিটেনশন প্রক্রিয়া শেষ। রিটেনশন প্রক্রিয়া শেষ হওয়ার পর গুজরাট টাইটান্স টিম থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ট্রেডিংয়ে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। আর তারপরই গুজরাটের নতুন ক্যাপ্টেন করা হয়েছে শুভমন গিলকে।
তরুণ তুর্কিতে ভরসা রেখে ক্যাপ্টেনের গুরুদায়িত্ব গুজরাট টাইটান্স দিয়েছে শুভমন গিলকে। কিন্তু প্রোটিয়া কিংবদন্তি এবিডি মনে করেন, শুভমনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে তাড়াহুড়ো করেছে গুজরাট টাইটান্স।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডে ভিলিয়ার্স নিজের ইউটিউব চ্যানেলে শুভমন গিলকে গুজরাট টাইটান্সের নেতা বানানো নিয়ে নিজের মতামত জানিয়েছেন।
এবিডির কথায়, শুভমন গিলের জায়গায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন কিংবা আফগান তারকা স্পিনার রশিদ খানকে গুজরাট টাইটান্সের অধিনায়ক বানানো উচিত ছিল।
গুজরাটের রিটেনশন তালিকায় উইলিয়ামসন, রশিদদের নাম দেখে এবিডি ভেবেছিলেন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি ছেড়ে মুম্বইয়ে ফিরলে কোনও অভিজ্ঞ ক্রিকেটারকে নেতৃত্বর ব্যাটন দেবে GT।
এবিডির মতে, ২০২৫ আইপিএলে শুভমন গিলকে গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন বানানো উচিত ছিল। কারণ, তিনি মনে করেন শুভমনের এখনও অনেক কিছু শেখা বাকি।
অবশ্য গুজরাট টাইটান্স শুভমন গিলকে আগামী মরসুমের জন্য নেতা বানানোর পর এবিডিও সেই ভূমিকায় পঞ্জাবের ছেলেকে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।
আর কিছু হোক না হোক, এবিডির মতো অনেকেই বলছেন শুভমনকে খোলা মনে ক্রিকেটটা খেলতে দিলে ভালো হত। তরুণ ক্রিকেটারের উপর নেতৃত্বের দায়ভার থাকলে, তাঁর পারফরম্যান্সে আবার না প্রভাব পড়ে।