Bangla NewsPhoto gallerySports photos After 2024 IPL retention Virat Kohli is set to become the first player to be part of 16 or more seasons for a franchise in IPL
Virat Kohli: চব্বিশের আইপিএলে আরসিবিতেই বিরাট, ধোনি-রোহিতেরও এমন রেকর্ড নেই!
Virat Kohli in RCB: বিরাট কোহলি আর আরসিবি যেন একে অপরের পরিপূরক। ২০০৮ সাল থেকে একটাই ফ্র্যাঞ্চাইজির হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন বিরাট। ২০২৪ সালের আইপিএলেও বিরাট কোহলিকে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে। চব্বিশের আইপিএলের নিলাম ১৯ নভেম্বর। তার আগে ১০টি দল তাদের পছন্দের ক্রিকেটারকে ধরে রাখছে, এবং পরিস্থিতি অনুযায়ী একাধিক ক্রিকেটারকে দল থেকে বাদ দিচ্ছে।