চব্বিশের আইপিএলে আরসিবিতেই খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। যার ফলে এক নয়া রেকর্ড নিজের নামে করেছেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি-রোহিত শর্মারও এমন রেকর্ড নেই। জানেন কী সেই রেকর্ড?
আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬ বা তার বেশি মরসুম একটি মাত্রা ফ্র্যাঞ্চইজির হয়ে এক টানা খেলা প্রথম ক্রিকেটার হতে চলেছেন বিরাট কোহলি (Virat Kohli)।
আইপিএলের জন্মলগ্ন থেকে দিল্লির ছেলে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অংশ। ২০০৮ সাল থেকে আইপিএলে বিরাটের গায়ে উঠেছে শুধু মাত্র আরসিবির জার্সি।
আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ সালের আইপিএলের নিলামের আসর বসছে। তার আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একাধিক ক্রিকেটারকে রিটেইন করে রেখেছে। আরসিবি যেমন রিটেইন করেছে বিরাট কোহলিকে।
ফলে এই নিয়ে আইপিএলের ১৭টি মরসুম বিরাট কোহলি কাটাতে চলেছেন বেঙ্গালুরু ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
২০২৪ আইপিলএলের নিলামের আগে রিটেনশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারপর দেখলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৪টি মরসুম খেলতে চলেছেন রোহিত শর্মা। আর সিএসকের হয়ে ১৫টি মরসুম খেলতে চলেছেন ধোনি।
আইপিএলে আরসিবির হয়ে বিরাটের পথচলা শুরুটা হয়েছিল ২০০৮ সালে। তিনি আইপিএল কেরিয়ারে এখনও অবধি ২৩৭টি ম্যাচ খেলেছেন। আরসিবিতে খেলার দৌলতেই এবিডির সঙ্গে গাঢ় বন্ধুত্ব হয়েছিল বিরাটের। যা আজও অটুট...
২০২৩ সালের আইপিএলে বিরাট কোহলি ১৪টি ম্যাচ খেলে ৬৩৯ রান করেছিলেন। সর্বাধিক ১০১*। বিরাটের ব্যাটে তেইশের আইপিএলে এসেছিল ২টি শতরান ও ৬টি অর্ধশতরান। এ বার দেখার চব্বিশের আইপিএলে তিনি কেমন পারফর্ম করেন এবং তাঁর দল আইপিএল চ্যাম্পিয়ন হয় কিনা।