IND vs SA: বক্সিং ডে টেস্টের আগে বিরাট কোহলিকে নিয়ে কী বলছেন প্রোটিয়া তারকারা?
Boxing Day Test, India vs South Africa: সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলার দেশে এখনও অবধি কোনও টেস্ট সিরিজ জেতার রেকর্ড নেই ভারতের। এ বার দেখার তেইশের শেষে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট টিম ইন্ডিয়া জিততে পারে কিনা। এই ম্যাচের আগে প্রোটিয়া তারকাদের মুখে শোনা গেল বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসা।
1 / 8
ওডিআই বিশ্বকাপের পর থেকে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা দেশের জার্সিতে কোনও ম্যাচ খেলেননি। আজ, মঙ্গলবার ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
2 / 8
প্রোটিয়াদের বিরুদ্ধে বরাবর টেস্টে খেলা পছন্দ করেন বিরাট কোহলি। সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির নামের পাশে রয়েছে ১২৩৬ রান। যার মধ্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৭ ম্যাচে ১৪টি ইনিংসে বিরাট করেছেন ৭১৯ রান। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
3 / 8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বিরাটের পরিসংখ্যান সম্পর্কে অবগত প্রোটিয়া শিবির। যে কারণে, বক্সিং ডে টেস্টের আগে কিং কোহলিকে নিয়ে একটা চাপা চিন্তা রয়েছে দক্ষিণ আফ্রিকা টিমে। তাই প্রথম টেস্টের আগে প্রোটিয়া শিবিরের তারকাদের মুখে বিরাটকে নিয়ে নানা কথা শোনা গেল। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
4 / 8
দক্ষিণ আফ্রিকার টেস্ট টিমের অধিনায়ক তেম্বা বাভুমার মতে, ভারতীয় ব্যাটিং লাইন আপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলেন বিরাট কোহলি। তাঁর কথায়, 'ভারতীয় ব্যাটিং লাইন আপের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলেন বিরাট কোহলি। ওর ওপর নিয়ন্ত্রণ করা যায় না। ও দক্ষিণ আফ্রিকায় কয়েকবার খেলেছ। ফলে এখানকার পরিবেশ ও জানে।' (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
5 / 8
প্রোটিয়া তারকা ক্রিকেটার এইডেন মার্কব়্যামের মুখেও শোনা গিয়েছে বিরাট স্তুতি। তাঁর কথায়, 'বিরাট কঠিন প্রতিদ্বন্দ্বী।' মার্কব়্যাম মনে করেন, বিরাট বাকিদের থেকে আলাদা। এবং তাঁর সাফল্য পাওয়ার খিদে এখনও কমেনি। (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
6 / 8
ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান তারকা কেশব মহারাজের মুখে আবার শোনা গিয়েছে, বিরাট কোহলির ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কথা। কেশব বলেন, 'ও জানে টেস্টে ও কেমন খেলতে পারে। টেস্টে এতগুলো বছর ধরে প্রচুর রান করেছে। অনেক শতরান করেছে। ওর বিরুদ্ধে ভালো খেলতে হলে যে কাউকে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। রাতারাতি কারও গড় ৫০ হতে পারে না। দেশের হয়ে ১০০-র বেশি টেস্ট ম্যাচ খেলেছে ও।' (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
7 / 8
দক্ষিণ আফ্রিকার পেস বিভাগের সুপারস্টার কাগিসো রাবাডা বলেছেন, বিরাট কোহলি একজন অন্যতম সেরা ক্রিকেটার। তাঁর কথায়, 'মহান ক্রিকেটারদের বিরুদ্ধে খেলাটা সব সময়ই বিরাট হয়। বিরাট কোহলি একজন মহান ক্রিকেটার। আমাদের বিরুদ্ধে ওর সাফল্য রয়েছে। এবং এমনটা নয় যে ওর বিরুদ্ধে আমরা সফল হইনি।' (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)
8 / 8
বিরাট কোহলির বিরুদ্ধে বল করা যে সহজ নয়, তা মেনে নিয়েছেন প্রোটিয়া তরুণ বোলার মার্কো জ্যানসেন। তিনি বলেন, 'বিরাট কোহলিকে বল করা কঠিন। কারণ ও জানে ওর শক্তি ও দুর্বলতা কী।' (ছবি- সোশ্যাল মিডিয়া সাইট X)