Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঈশ্বরের স্মরণে রাহুল দ্রাবিড়
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 05, 2023 | 2:53 PM
India's tour of South Africa: চলতি ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। ২০২৩ সালের শেষটা দক্ষিণ আফ্রিকায় করবে ভারতীয় ক্রিকেট টিম। এই দলের সঙ্গে কোচ হিসেবে যাবেন রাহুল দ্রাবিড়। দেশের মাটিতে হওয়া ওডিআই বিশ্বকাপ অবধি টিম ইন্ডিয়ার কোচের দায়িত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আইসিসির এই মেগা টুর্নামেন্টের পরই দ্রাবিড়ের বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। কয়েকদিন আগেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় কোচ হিসেবেই থাকছেন দ্রাবিড়। এ বার দক্ষিণ আফ্রিকা সফরের আগে ঈশ্বরের স্মরণে রাহুল দ্রাবিড়।
1 / 8
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হওয়ার পর ছুটিতে ছিলেন ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই শুরু হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ। সেই সিরিজে সূর্যকুমার যাদবদের হেড কোচের দায়িত্বে ছিলেন না দ্রাবিড়।
2 / 8
ভারতে হওয়া ওডিআই বিশ্বকাপ অবধি টিম ইন্ডিয়ার কোচ হিসেবে চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের। আইসিসির ওই মেগা টুর্নামেন্টের পরই দ্রাবিড়ের বোর্ডের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। অবশ্য কয়েকদিন আগেই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় বিরাট-রোহিতদের কোচ হিসেবেই থাকছেন দ্রাবিড়। পাশাপাশি অন্যান্য সাপোর্ট স্টাফদের মেয়াদও বেড়েছে।
3 / 8
চলতি ডিসেম্বরের ১০ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে আবার ভারতের কোচের ভূমিকায় দেখা যাবে রাহুল দ্রাবিড়কে।
4 / 8
প্রোটিয়া সফরে যাওয়ার আগে রাহুল দ্রাবিড়কে ফ্যামিলি ম্যানের ভূমিকায় দেখা গিয়েছে। মহীশূরে তিনি স্ত্রী বিজেতার সঙ্গে বড় ছেলের খেলা দেখতে গিয়েছিলেন। দ্রাবিড়ের বড় ছেলে সমিত কোচ বিহার ট্রফিতে কর্নাটকের হয়ে খেলছেন।
5 / 8
মহীশূরে ছেলের খেলা দেখার পাশাপাশি স্ত্রী বিজেতার সঙ্গে দ্রাবিড় পৌঁছে গিয়েছিলেন চামুন্ডি হিলসে। সেখানে সস্ত্রীক দ্রাবিড় পুজো দেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
6 / 8
রাহুল দ্রাবিড় অতীতে জানিয়েছিলেন, তিনি সিনিয়র টিমের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর পরিবারকে বেশি সময় দিতে পারছেন না। অবশ্য তাতে তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ নেই। সবসময় দ্রাবিড় স্ত্রী বিজেতাকে পাশে পেয়েছেন।
7 / 8
ভারতের কোচ হিসেবে দ্রাবিড় যুগের দ্বিতীয় বার শুভারম্ভ হতে চলেছে। প্রোটিয়াদের বিরুদ্ধে আগামী জানুয়ারি অবধি ৩টে টি-২০, ৩টে ওডিআই ও ২টি টেস্ট সিরিজে ভারতীয় দলকে কোচিং করাবেন দ্রাবিড়।
8 / 8
রাহুল দ্রাবিড় ভারতের অন্যতম সফল কোচ। দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় টিম ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওডিআই বিশ্বকাপ বিশ্বকাপ ফাইনালেও খেলেছে ভারতীয় টিম। চলতি বছরে দ্রাবিড়ের কোচিংয়ে এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া।