
২০২৪ সালের আইপিএলের নিলাম (IPL 2024 Auction) আসন্ন। ডিসেম্বরে ফের আইপিএলের (IPL) ১০ ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গড়ার কাজে নেমে পড়বে।

২০২৩ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। এটি চেন্নাই সুপার কিংসের পঞ্চম আইপিএল খেতাব।

চব্বিশের আইপিএলের নিলামের আগে এক ঝলকে জেনে নিন, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ৫ বিদেশি ক্রিকেটার কারা।

এই তালিকায় সবার প্রথমে যাঁর নাম আসে। তিনি স্যাম কারান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনিই। ২০২৩ আইপিএলের নিলামে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকা দিয়ে দলে নেয় পঞ্জাব কিংস।

২০২৩ সালের আইপিএলের নিলামে তরুণ ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ১৭.৫০ কোটি টাকা দিয়ে কেনে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ২০২৩ সালের আইপিএল নিলামে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নেয় ১৬.২৫ কোটি টাকায়।

২০২১ সালের আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ক্রিস মরিসকে দলে নিয়েছিল। পিঙ্ক আর্মি ১৬.২৫ কোটি টাকা দিয়ে নিয়েছিল মরিসকে।

লখনউ সুপার জায়ান্টস ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার নিকোলাস পুরানকে ২০২৩ সালের আইপিএলের নিলামে ১৬ কোটি টাকা দিয়ে কিনেছিল।