IPL: অল্প বয়সে আইপিএলের মঞ্চে তুফানি শতরান করেছেন যাঁরা…
এক ছাদের তলায় সমস্ত প্রতিভা কোথায় পাবেন? কেন রয়েছে তো আইপিএল! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল দেখা যায়। আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে একবার চর্চা শুরু হলে তা আর থামতে চায় না। দেখতে দেখতে ১৬টা মরসুম আইপিএল হলেও প্রতিবারই আলাদা রোমাঞ্চের ঝাঁপি নিয়ে হাজির হয় আইপিএল। এ বারের আইপিএলের আগে জেনে নিন অল্প বয়সে আইপিএলের মঞ্চে তুফানি শতরান করেছেন যাঁরা।
1 / 8
তেইশের ডিসেম্বরে হয়েছে আইপিএল-২০২৪ এর নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলের ফাঁক ফোকর মিটিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছে। কেউ পছন্দের প্লেয়ার পেয়েছে, কেউ বা পায়নি।
2 / 8
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল দেখা যায়। আইপিএল নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে একবার চর্চা শুরু হলে তা আর থামতে চায় না।
3 / 8
দেখতে দেখতে আইপিএলের ১৬টা মরসুম শেষ হয়েছে। তার পরও প্রতিবারই আলাদা রোমাঞ্চের ঝাঁপি নিয়ে হাজির হয় আইপিএল। এ বারের আইপিএলের আগে জেনে নিন সবচেয়ে কম বয়সে আইপিএলের মঞ্চে শতরান করেছেন যাঁরা।
4 / 8
মনীশ পান্ডে - আইপিএলের ইতিহাসে মনীশ পান্ডের নাম বরাবরই আসে যখন টুর্নামেন্টের প্রথম শতরান নিয়ে আলোচনা হয়। তিনি মাত্র ১৯ বছর ২৫৩ দিন বয়সে আইপিএলে শতরান করেছিলেন। মনীশ পান্ডেই হলেন আইপিএলে শতরান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার।
5 / 8
ঋষভ পন্থ - ২০ বছর ২১৮ দিন বয়সে আইপিএলে শতরান করেছিলেন ঋষভ পন্থ। মনীশ পান্ডের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে শতরানের নজির রয়েছে ঋষভ পন্থের নামে। তিনি ২০১৮ সালে দিল্লি ডেয়ারডেভিলসের ক্যাপ্টেন ছিলেন। ৬৩ বলে ১২৮ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন পন্থ।
6 / 8
দেবদত্ত পাড়িক্কাল - রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ২০২১ সালে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দেবদত্ত পাড়িক্কাল। সেই শতরান করার দিন দেবদত্তর বয়স ছিল ২০ বছর ২৮৯ দিন। ২০২১ সালের ২২ এপ্রিল ৫২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস এসেছিল দেবদত্তর ব্যাটে।
7 / 8
যশস্বী জয়সওয়াল - তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০২৩ সালের আইপিএলে সেঞ্চুরি করেছিলেন। শতরান করার দিন যশস্বী জয়সওয়ালের বয়স ছিল ২১ বছর ১২৩ দিন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচে যশস্বী ১২৪ রান করেছিলেন।
8 / 8
সঞ্জু স্যামসন - সবচেয়ে কম বয়সে আইপিএলে শতরান করার তালিকায় রয়েছেন সঞ্জু স্যামসনও। তিনি ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে ২২ বছর ১৫১ দিন বয়সে শতরান করেছিলেন। ৬৩ বলে সেই ম্যাচে তিনি ১০২ রান করেছিলেন।