ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতোই পারফরম্যান্স। ২০২৩ আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফ পাকা করেছে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়ারা টানা দ্বিতীয় আইপিএল ট্রফি জিততে চায়। (ছবি: টুইটার)
প্লে অফে ঝাঁপানোর আগে গুজরাট টাইটান্সের সোশ্যাল মিডিয়া টিম দলের ক্রিকেটারের এআই জেনারেটেড ছবি প্রকাশ করেছে। ছবি দেখে ক্রিকেটারদের চেনার চ্যালেঞ্জ দিয়েছে ফ্যানদের। (ছবি: টুইটার)
কানে দুল, বাদামি চোখ, একঝাঁক চুল। এটা তো হার্দিক পান্ডিয়া না হয়ে যায় না। (ছবি: টুইটার)
চেনা মুশকিল। তবে সোনালি চুল ও নীল চোখ বলে দিচ্ছে বিদেশি ক্রিকেটার। ফ্যানদের অনুমান, এটা ডেভিড মিলার। (ছবি: টুইটার)
একেবারে কিউট বাচ্চা। মাথায় সুপারম্যানের টুপি, মুখে মুচকি হাসি। গোলগাল হলেও দুষ্টুমিষ্টি এই বাচ্চাকে শুভমন গিল বলেই ধরে নেওয়া হচ্ছে। ফ্যানদের অনুমান, ছোটবেলায় এরকমই হয়তো ছিলেন গিল।(ছবি: টুইটার
চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন গিল। সদ্য আইপিএলে প্রথম সেঞ্চুরি পেয়েছেন। অরেঞ্জ ক্যাপের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন তিনি। (ছবি: টুইটার)
চুলের ছাঁট ও মুচকি হাসি দেখে রশিদ খান ছাড়া অন্য কাউকে ভাবাই যাচ্ছে না। আপনাদেকর কী মনে হয়? (ছবি: টুইটার)
লিগ পর্বে গুজরাট টাইটান্সের শেষ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। শেষ ম্যাচ জিতে প্লে অফে ঝাঁপাতে চান হার্দিক, সামিরা। (ছবি: টুইটার)