IPL: রোহিত-কার্তিক… আইপিএলে ‘শূন্যতা’ গিলেছে যাঁদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 09, 2023 | 8:30 AM

বছর আসে, বছর যায়। আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যায়। ভারতের অন্যতম জনপ্রিয় টি-২০ লিগ আইপিএল নিয়ে বছর ভর ক্রিকেট প্রেমীদের মাতামাতি লেগেই থাকে। ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইতে হতে চলেছে ২০২৪ সালের মিনি নিলাম। দশ দল এই মিনি নিলামে যতটা সম্ভব টিম সাজিয়ে-গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার আগে একবার ফিরে যাওয়া যাক অতীতে। এই ফটো গ্যালারিতে জেনে নিন অতীতে আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্যে আউট হওয়া ৫ ক্রিকেটার কারা।

1 / 8
টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন। গত আইপিএলে তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। এ বার ২০২৪ আইপিএলের আগে আরসিবি উইকেটকিপার ব্যাটার ডিকেকে রিটেইন করে রেখেছে। আইপিএল কেরিয়ারে দীনেশ কার্তিক ২৪২টি ম্যাচ খেলেছেন। করেছেন ৩৪০৩ রান। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কার্তিক। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৭ বার শূন্যে আউট হয়েছেন।

টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক ২০০৮ সাল থেকে আইপিএলে খেলছেন। গত আইপিএলে তিনি আরসিবির হয়ে খেলেছিলেন। এ বার ২০২৪ আইপিএলের আগে আরসিবি উইকেটকিপার ব্যাটার ডিকেকে রিটেইন করে রেখেছে। আইপিএল কেরিয়ারে দীনেশ কার্তিক ২৪২টি ম্যাচ খেলেছেন। করেছেন ৩৪০৩ রান। আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্যে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন কার্তিক। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ১৭ বার শূন্যে আউট হয়েছেন।

2 / 8
আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি মুম্বইকে ৫ বার আইপিএল জিতিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। এখনও অবধি রোহিত শর্মা আইপিএলে ২৪৩টি ম্যাতে খেলেছেন। তাতে রোহিত মোট ১৬ বার শূন্যে আউট হয়েছেন।

আইপিএলের অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। আর সেই দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি মুম্বইকে ৫ বার আইপিএল জিতিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। এখনও অবধি রোহিত শর্মা আইপিএলে ২৪৩টি ম্যাতে খেলেছেন। তাতে রোহিত মোট ১৬ বার শূন্যে আউট হয়েছেন।

3 / 8
মনদীপ সিং আইপিএলে ২০১০ সাল থেকে খেলছেন। গত বারের আইপিএলে তিনি কেকেআরের হয়ে খেলেছিলেন। অতীতে তিনি দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, আরসিবির মতো ফ্র্যাঞ্চাইজিতেও খেলেছেন।

মনদীপ সিং আইপিএলে ২০১০ সাল থেকে খেলছেন। গত বারের আইপিএলে তিনি কেকেআরের হয়ে খেলেছিলেন। অতীতে তিনি দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস, আরসিবির মতো ফ্র্যাঞ্চাইজিতেও খেলেছেন।

4 / 8
গত আইপিএলে কেকেআরের হয়ে ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে ছাপ রাখতে পারেননি। মনদীপ সিং আইপিএলে ১১১টি ম্যাচে খেলেছেন। তাতে করেছেন ১৭০৬ রান। ব্যাট হাতে সেই অর্থে আইপিএলে নজর কাড়তে পারেননি। তিনি অতীতে ১৫ বার শূন্যে আউট হয়েছেন।

গত আইপিএলে কেকেআরের হয়ে ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে ছাপ রাখতে পারেননি। মনদীপ সিং আইপিএলে ১১১টি ম্যাচে খেলেছেন। তাতে করেছেন ১৭০৬ রান। ব্যাট হাতে সেই অর্থে আইপিএলে নজর কাড়তে পারেননি। তিনি অতীতে ১৫ বার শূন্যে আউট হয়েছেন।

5 / 8
ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন। এখনও অবধি তিনি আইপিএলে ১৬২টি ম্যাচে খেলেছেন। কেকেআরের মিস্ট্রি স্পিনার একাধিক ম্যাচের মোড় একা হাতেই ঘুরিয়ে দিয়েছেন।

ক্যারিবিয়ান তারকা সুনীল নারিন ২০১২ সাল থেকে আইপিএলে খেলছেন। এখনও অবধি তিনি আইপিএলে ১৬২টি ম্যাচে খেলেছেন। কেকেআরের মিস্ট্রি স্পিনার একাধিক ম্যাচের মোড় একা হাতেই ঘুরিয়ে দিয়েছেন।

6 / 8
বলের পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে বিভিন্ন ম্যাচে সুনীল নারিন অনবদ্য ব্যাটিং করেছেন। কিন্তু আইপিএলের ১৬২টি ম্যাচে মোট ১৫ বার শূন্যে আউট হয়েছেন নারিন।

বলের পাশাপাশি ব্যাট হাতেও আইপিএলে বিভিন্ন ম্যাচে সুনীল নারিন অনবদ্য ব্যাটিং করেছেন। কিন্তু আইপিএলের ১৬২টি ম্যাচে মোট ১৫ বার শূন্যে আউট হয়েছেন নারিন।

7 / 8
আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন। বোলিংয়ের পাশাপাশি রশিদ ব্যাট হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। তিনি এখনও অবধি আইপিএলে ১০৯টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪৪৩ রান। এবং নিয়েছেন ১৩৯টি উইকেট।

আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন। বোলিংয়ের পাশাপাশি রশিদ ব্যাট হাতেও দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। তিনি এখনও অবধি আইপিএলে ১০৯টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৪৪৩ রান। এবং নিয়েছেন ১৩৯টি উইকেট।

8 / 8
একাধিক ম্যাচে শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলে দলকে জিততে সাহায্য করেছেন রশিদ খান। কিন্তু ১০৯টি আইপিএলের ম্যাচে এমন ১৪ বার হয়েছে যে রশিদ খান শূন্যে আউট হয়েছেন।

একাধিক ম্যাচে শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলে দলকে জিততে সাহায্য করেছেন রশিদ খান। কিন্তু ১০৯টি আইপিএলের ম্যাচে এমন ১৪ বার হয়েছে যে রশিদ খান শূন্যে আউট হয়েছেন।

Next Photo Gallery