ভারতের তরুণ ওপেনার শুভমন গিলের সঙ্গে প্রায়শই সচিনকন্যা সারা তেন্ডুলকরের ডেটিংয়ের খবর শোনা যায়। অবশ্য শুভমন, সারা কখনও তাঁদের সম্পর্ক নিয়ে কিছু প্রকাশ্যে বলেননি। আদৌ সারা-শুভমন কোনও সম্পর্কে রয়েছেন কিনা তা নিয়ে কেউই নিশ্চিত নন।
একদিকে শুভমন গিল তাঁর কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অন্যদিকে সচিনকন্যা সারাও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন।
সচিনকন্যা সারা তেন্ডুলকর শুধু রূপে নন, গুণেও লক্ষ্মী। লন্ডন থেকে পড়াশুনা করেছেন তিনি। তারই ফাঁকে খুলে ফেলেছেন নিজের ব্যবসাও। জানেন কী সেই ব্যবসা?
২৬ বছর বয়সী সারা তেন্ডুলকর একটি কাস্টমাইজড প্ল্যানার বানিয়েছেন। তা অবশ্য এক্কেবারে নতুন যে তেমনটাও নয়। ২০২২ সালের ডিসেম্বরে সারা নিজের এই প্রয়াস সকলকে জানান।
বাইশের শেষে ইন্সটাগ্রাম মারফত সারা তেন্ডুলকর জানিয়েছিলেন, তিনি ২০২৩ সালের জন্য প্ল্যানার (নোটবুকের মতো) তৈরি করেছেন।
সারার বানানো ওই কাস্টমাইজড প্ল্যানার যে কেউ কিনতে পারেন। সারার ইন্সটাগ্রাম বায়োতে তার লিঙ্ক রয়েছে। শুরুর দিকে সারার প্ল্যানারের দাম ছিল ২৫০০ টাকা।
সারা তেন্ডুলকরের প্ল্যানারের ওয়েবসাইটে ঢুঁ মারলে দেখা যায় তার দাম ২৪৯৯। সাদা ও কালো এই দুটি রংয়ের প্ল্যানার বানিয়েছেন সচিনকন্যা সারা।
সারা তেন্ডুলকরের বানানো প্ল্যানারের বৈশিষ্ট্য - • মাত্রা: 7" x 8.2" x 1" • ওজন: 600g • 100 GSM কাগজ • সোনার ফয়েলিং অ্যাকসেন্ট (Gold foiling accents) • সোনার তারে বাঁধাই (Gold wire-o binding) • ফোক্স ক্রোক টেক্সচারযুক্ত হার্ডবাউন্ড কভার (Faux croc textured hardbound cover) • রঙিন মাসিক ট্যাব
সারার বানানো ওই প্ল্যানারের মধ্যে কী রয়েছে? ভিতরে কি • সারার পক্ষ থেকে একটি নোট • 2023 এবং 2024 এক নজরে • ১২টি রঙিন মাসের পৃষ্ঠাগুলি • মাসিক ক্যালেন্ডার • দৈনিক ক্যালেন্ডার • বার্ষিক লক্ষ্য পরিকল্পনাকারী • মাসিক লক্ষ্য পরিকল্পনাকারী • সাপ্তাহিক খাবার পরিকল্পনাকারী • মাসিক অভ্যাস ট্র্যাকার • মাসিক প্রতিফলন