তেইশের শেষে ছেলে ইজহানের জন্য আবার কাছাকাছি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। আসলে চলতি বছরে বিভিন্ন সময় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
চলতি বছরে একটা সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কথার মাঝেই পাক ক্রিকেটার শোয়েব মালিককে এক পাক সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘সানিয়ার কাছেও আমাদের কি উচিত এ বিষয়ে সাহায্য চাওয়া?’ ওই সময় শোয়েব বলেন, ‘আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগই পাই না।’ (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
এরপর সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও বেড়েছিল। আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
এ বার ছেলে ইজহানের জন্য তেইশের শেষে কাছাকাছি এলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। আসলে প্রাক্তন পাক ক্যাপ্টেন শোয়েব এবং সানিয়ার একমাত্র ছেলে ইজহান সম্প্রতি একটি সাঁতার প্রতিযোগিতায় জিতেছে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
জানা গিয়েছে যে সাঁতার প্রতিযোগিতায় সানিয়া-শোয়েবের ছেলে ইজহান জিতেছে সেটি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করেছিল এক প্রাইভেট কোম্পানি। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
পাক ক্রিকেটার শোয়েব মালিক ইন্সটাগ্রামে ছেলে ইজহানের সঙ্গে তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে অবশ্য সানিয়ার কোনও ছবি নেই। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
ইন্সটাগ্রামে সানিয়া ও শোয়েবের ছেলে ইজহানের একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সানিয়ার সঙ্গে ইজহানের ছবি রয়েছে ওই প্রতিযোগিতার ভেনু থেকে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন। এ বারও ঠিক তেমনটাই হল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)