Sania Mirza-Shoaib Malik: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে ছেলে ইজহানের জন্য ফের কাছাকাছি সানিয়া-শোয়েব

Dec 26, 2023 | 4:50 PM

Divorce rumours of Shoaib Malik-Sania Mirza: দেখতে দেখতে ২০২৩ সাল শেষ হওয়ার পথে। চলতি বছরে একাধিকবার ভারতীয় টেনিস কুইন সানিয়া মির্জার সঙ্গে পাক তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু দুই দেশের এই দুই তারকা এক বারের জন্যও নিজের মুখে স্বীকার করেননি তাঁদের বিচ্ছেদের ব্যাপারে। তবে বছরের বেশিরভাগ সময় তাঁদের আলাদা আলাদাই দেখা গিয়েছে। কিন্তু তেইশের শেষে এ বার এক অন্য ছবি দেখা গেল।

1 / 8
তেইশের শেষে ছেলে ইজহানের জন্য আবার কাছাকাছি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। আসলে চলতি বছরে বিভিন্ন সময় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

তেইশের শেষে ছেলে ইজহানের জন্য আবার কাছাকাছি সানিয়া মির্জা ও শোয়েব মালিক। আসলে চলতি বছরে বিভিন্ন সময় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

2 / 8
চলতি বছরে একটা সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কথার মাঝেই পাক ক্রিকেটার শোয়েব মালিককে এক পাক সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘সানিয়ার কাছেও আমাদের কি উচিত এ বিষয়ে সাহায্য চাওয়া?’ ওই সময় শোয়েব বলেন, ‘আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগই পাই না।’ (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

চলতি বছরে একটা সময় ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কথার মাঝেই পাক ক্রিকেটার শোয়েব মালিককে এক পাক সঞ্চালক জিজ্ঞেস করেন, ‘সানিয়ার কাছেও আমাদের কি উচিত এ বিষয়ে সাহায্য চাওয়া?’ ওই সময় শোয়েব বলেন, ‘আমরা একসঙ্গে সময় কাটানোর সুযোগই পাই না।’ (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

3 / 8
এরপর সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও বেড়েছিল। আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

এরপর সানিয়া মির্জা ও শোয়েব মালিকের বিচ্ছেদ নিয়ে জল্পনা আরও বেড়েছিল। আসলে সানিয়ার বেশিরভাগ সময়টাই কাটে দুবাইতে। আর অন্যদিকে শোয়েব থাকেন পাকিস্তানে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

4 / 8
এ বার ছেলে ইজহানের জন্য তেইশের শেষে কাছাকাছি এলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। আসলে প্রাক্তন পাক ক্যাপ্টেন শোয়েব এবং সানিয়ার একমাত্র ছেলে ইজহান সম্প্রতি একটি সাঁতার প্রতিযোগিতায় জিতেছে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

এ বার ছেলে ইজহানের জন্য তেইশের শেষে কাছাকাছি এলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। আসলে প্রাক্তন পাক ক্যাপ্টেন শোয়েব এবং সানিয়ার একমাত্র ছেলে ইজহান সম্প্রতি একটি সাঁতার প্রতিযোগিতায় জিতেছে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

5 / 8
জানা গিয়েছে যে সাঁতার প্রতিযোগিতায় সানিয়া-শোয়েবের ছেলে ইজহান জিতেছে সেটি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করেছিল এক প্রাইভেট কোম্পানি। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

জানা গিয়েছে যে সাঁতার প্রতিযোগিতায় সানিয়া-শোয়েবের ছেলে ইজহান জিতেছে সেটি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করেছিল এক প্রাইভেট কোম্পানি। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

6 / 8
পাক ক্রিকেটার শোয়েব মালিক ইন্সটাগ্রামে ছেলে ইজহানের সঙ্গে তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে অবশ্য সানিয়ার কোনও ছবি নেই। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

পাক ক্রিকেটার শোয়েব মালিক ইন্সটাগ্রামে ছেলে ইজহানের সঙ্গে তাঁর কয়েকটি ছবি শেয়ার করেছেন। তাতে অবশ্য সানিয়ার কোনও ছবি নেই। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

7 / 8
ইন্সটাগ্রামে সানিয়া ও শোয়েবের ছেলে ইজহানের একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সানিয়ার সঙ্গে ইজহানের ছবি রয়েছে ওই প্রতিযোগিতার ভেনু থেকে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে সানিয়া ও শোয়েবের ছেলে ইজহানের একটি অ্যাকাউন্ট রয়েছে। সেখানে সানিয়ার সঙ্গে ইজহানের ছবি রয়েছে ওই প্রতিযোগিতার ভেনু থেকে। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

8 / 8
২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন। এ বারও ঠিক তেমনটাই হল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়েছিল। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের একমাত্র ছেলে ইজহানের জন্ম। সানিয়া ও শোয়েবের দূরত্ব বাড়লেও ছেলে ইজহানের জন্য তাঁরা প্রায়ই কাছাকাছি আসেন। এ বারও ঠিক তেমনটাই হল। (ছবি-ইজহান মালিক ইন্সটাগ্রাম)

Next Photo Gallery