
ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill)। প্রোটিয়া সফরের আগে তাই কয়েকটা দিনের ছুটি পেয়েছিলেন শুভমন গিল।

এই ছুটির সময়ে বাড়িতে না থেকে লন্ডনে পৌঁছে গিয়েছিলেন শুভমন গিল। সেখানে বন্ধুবান্ধবদের সঙ্গে শুভমনকে ডিসেম্বরের আমেজ উপভোগ করতে দেখা গিয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের স্কোয়াডে রয়েছেন শুভমন গিল। তার আগে ভ্যাকেশন মোড এনজয় করছেন শুভমন।

সোশ্যাল মিডিয়ায় শুভমন ও তাঁর বন্ধুদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে একটি ছবিতে শুভমনের সঙ্গে রয়েছেন অভিনেত্রী অভনীত কৌর।

সেই ছবি দেখার পর থেকে নেটিজ়েনদের মনে প্রশ্ন জেগেছে, তা হলে কি সারা তেন্ডুলকরের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন শুভমন গিল? অতীতে বহুবার নেটিজ়েনরা বলেছেন, সারা তেন্ডুলকরের সঙ্গে ডেট করছেন শুভমন গিল। অবশ্য তাঁরা কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি।

বর্তমানে অভনীত কৌর লন্ডনে রয়েছেন। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই দেখা যায় তাঁর লন্ডন ডায়েরির ছবি। নাগরদোলায় চড়া থেকে শুরু করে সেখানকার বিভিন্ন খাবার খাওয়ার সুযোগ মিস করছেন না অভনীত কৌর।

টেলিদুনিয়ার পরিচিত মুখ অভনীত কৌর। তিনি শিশুশিল্পী হিসেবে অতীতে বহু কাজ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ জনপ্রিয়। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার্স ৩২.৭ মিলিয়ন।

বিশ্বকাপের সময় ভারতের একাধিক ম্যাচ দেখতে বিভিন্ন স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন সচিনকন্যা। বর্তমানে সারা তেন্ডুলকর ব্যস্ত মডেলিংয়ের দুনিয়ায় নিজের জায়গা করে নেওয়ার জন্য।