FIFA World Cup Qualifiers: মেসিহীন আর্জেন্টিনার জয়, গোল করিয়ে ব্রাজিলকে জেতালেন নেইমার
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Sep 13, 2023 | 1:55 PM
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলছে দক্ষিণ আমেরিকার দেশগুলি। পরপর দুই ম্যাচ জিতে দক্ষিণ আমেরিকা গ্রুপের শীর্ষে লিওনেল মেসির আর্জেন্টিনা। বলিভিয়াকে একদিকে হারিয়েছে নীল-সাদা জার্সিধারীরা। অন্যদিকে ব্রাজিল হারিয়েছে পেরুকে। এক ঝলকে জেনে নিন এই দুই ম্যাচ ছাড়া ইকুয়েডর বনাম উরুগুয়ে, ভেনেজুয়েলা বনাম প্যারাগুয়ে, ও চিলি বনাম কলম্বিয়ার ম্যাচের ফলাফল।
1 / 8
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup qualifiers) ম্যাচে খেলছে দক্ষিণ আমেরিকার দেশগুলি। আর্জেন্টিনা-ব্রাজিল-সহ ১০ দলের ৫টি ম্যাচের ফলাফল সম্বন্ধে বিস্তারিত তথ্য রইল--- (Pic Credit - FIFA World Cup X)
2 / 8
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বিশ্বের উচ্চতম মাঠ বলিভিয়ার লা পাজ়ে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা (Argentina)।
3 / 8
সেই ম্যাচে আর্জেন্টিনা বলিভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। আর্জেন্টিনার হয়ে তিনটি গোল করেছেন এনজো ফের্নান্ডেজ, নিকোলাস ট্যাগলিয়াফিকো ও নিকো গঞ্জালেস। ম্যাচ শুরুর আগে সতীর্থদের সঙ্গে মেসিকে দেখা গেলেও ম্যাচের সময় তিনি বেঞ্চে ছিলেন না। মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
4 / 8
ব্রাজিল বনাম পেরু ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছেন কিংবদন্তি পেলের দেশ। এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন মারকুইনহোস।
5 / 8
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলের হয়ে নিজে গোল পাননি নেইমার। কিন্তু ম্যাচের একমাত্র গোলটি করতে মারকুইনহোসকে সহায়তা করেন নেইমার।
6 / 8
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডর বনাম উরুগুয়ে ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছে ইকুয়েডর। জোড়া গোল করে দলকে জিতিয়েছেন ফেলিক্স তোরেস। উরুগুয়ের হয়ে একটি গোল করেছিলেন অগাস্টিন ক্যানোবিয়ো।
7 / 8
ভেনেজুয়েলা বনাম প্যারাগুয়ের ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছে ভেনেজুয়েলা। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে জিতিয়েছেন সোলোমন রন্ডন।
8 / 8
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিলি ও কলম্বিয়া। এই ম্যাচ গোলশূন্য ড্র দিয়ে শেষ হয়।