ক্যালেন্ডার বলছে আর মাত্র ৪দিন পর আসছে নতুন বছর। তেইশকে ফেলে রেখে ২০২৪-এ এ বার পা রাখার পালা। ২০২৩ সালটা ভালোই কেটেছে লিওনেল মেসির। এ বার দেখার নতুন বছর কেমন কাটে আর্জেন্টাইন সুপারস্টারের।
২০২৩ সালটা লিওনেল মেসি শুরু করেছিলেন বিশ্বকাপ জয়ের আনন্দের রেশের মধ্য দিয়ে। তেইশে অবশ্য পুরনো ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্কে ইতি টানেন এলএম টেন।
লিওনেল মেসির নতুন ক্লাব ঠিকানা ইন্টার মায়ামি। ডেভিড বেকহ্যামের ক্লাবে পা রাখার পর থেকে বদলে গিয়েছে মায়ামি। মেসির স্পর্শে সাফল্যের খাতা খুলতে শুরু করেছে মায়ামি।
২০২৩ সালে জাতীয় দলের হয়ে লিওনেল মেসির কোনও ট্রফি জেতার সুযোগ ছিল না। কিন্তু ২০২৪ সালে সেই সুযোগ পাবেন আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন বানানো ক্যাপ্টেন লিও মেসি।
আর্জেন্টিনার জার্সিতে এবং ইন্টার মায়ামির হয়ে ২০২৪ সালে একঝাঁক ট্রফি হাতে তোলার সুযোগ থাকছে লিওনেল মেসির কাছে।
২০২৪ সালে লিওনেল মেসি সব মিলিয়ে মোট আটটি ট্রফি জিততে পারেন। তার মধ্যে জাতীয় দলের হয়ে দু'টি এবং ক্লাবের জার্সিতে মেসির ৬টি ট্রফি জেতার সুযোগ থাকছে।
২০২৪ সালে রয়েছে কোপা আমেরিকা এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ। থাকছে প্যারিস অলিম্পিকে সোনা জেতার সুযোগও। ২০২৪ সালের জানুয়ারিতে অবশ্য তার জন্য অনূর্ধ্ব-২৩ দলকে প্রি অলিম্পিক চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে হবে। তা হলে অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি তাঁদের থেকে বেশি বয়সী তিনজন ফুটবলার খেলানোর সুযোগ আছে। সেখানেই দেখা যেতে পারে মেসিকে।
নতুন বছরে মেজর লিগ সকারের পুরো অংশটাই খেলার সুযোগ পাবেন লিওনেল মেসি। তেইশে মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন মেসি। এ বার ইন্টার মায়ামিকে ইন্টার আমেরিকান কাপ জেতানোর সুযোগ পাবেন মেসি। এ ছাড়াও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও ইউএস ওপেন কাপ জেতার সুযোগ পাবেন মেসি।