এশিয়াডের দ্বিতীয় দিন সকালে শুটিংয়ে প্রথম সোনা জেতে ভারত। ১০ মিটার এয়ার রাইফেল মেনস টিম ইভেন্টে সোনা জিতেছেন দিব্যাংশ সিং পানওয়ার, রুদ্রাংশ পাটিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমর।
১০ মিটার এয়ার রাইফেলের টিম ইভেন্টে সোনা জেতার পর, এশিয়াডে রোয়িংয়ে মেনস ফোর ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের রোয়াররা। এই টিমের সদস্য - জসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার ও আশিষ।
চলতি এশিয়ান গেমসে পরপর দু'দিন রোয়িং থেকে একাধিক পদক এল ভারতে। রোয়িংয়ে কোয়াড্রুপল স্কালসে ভারতীয় পুরুষদের টিম ব্রোঞ্জ পেয়েছে। এই কোয়াড্রুপল স্কালস টিমের সদস্যরা হলেন - সতনাম সিং, পরমিন্দর সিং, জাকার খান, সুখমিত সিং।
এশিয়ান গেমসের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও ভারতীয় শুটারদের পারফরম্যান্স দেশকে পদক এনে দিয়েছে। এশিয়ান গেমসে শুটিংয়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে টিম ইভেন্টে সোনা জেতার পর ব্যক্তিগত বিভাগে ঐশ্বর্য প্রতাপ ব্রোঞ্জ পেয়েছেন।
১০ মিটার এয়ার রাইফেলে টিম ও ব্যক্তিগত ইভেন্টে পদকের পর শুটিংয়ে পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের শুটাররা। এই দলের সদস্যরা হলেন - আদর্শ সিং, বিজয়বীর সিধু ও অনিশ।
এই প্রথম বার এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে অংশ নিয়েছিল ভারতের মেয়েরা। এ বারের এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতেছে হরমনপ্রীত কৌরের ভারত। প্রথম বার এশিয়াডে নেমেই সোনা ফলালেন স্মৃতি মান্ধানা-জেমাইমা রডরিগজ-তিতাস সাধুরা।
প্রথম দিন ৫ আর দ্বিতীয় দিন ৬টি পদক জিতে এশিয়ান গেমসের মেডেল তালিকায় ছয় নম্বরে রয়েছে ভারত। রয়েছে ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ। মোট ১১টি।
১৯তম এশিয়ান গেমসের পদক তালিকায় শীর্ষে চিন। ৩৯টি সোনা, ২১টি রুপো ও ৯টি ব্রোঞ্জ নিয়ে মোট ৬৯টি পদক পেয়েছেন চিনের অ্যাথলিটরা। মোট ৩৩টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে কোরিয়া। ৩১টি পদক নিয়ে তিন নম্বরে জাপান। ১৪টি পদক নিয়ে চারে উজবেকিস্তান ও সম সংখ্যক পদক নিয়ে ৫ নম্বরে হংকং, চিন।