তেইশের একদিনের বিশ্বকাপে নজর কেড়েছে অস্ট্রেলিয়া। শুরুর দুই ম্যাচ হারলেও, পরে দুরন্ত কামব্যাক করেছে অজিরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)
আর শেষমেশ ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে অস্ট্রেলিয়া। (ছবি:সোশ্যাল মিডিয়া)
বিশ্বকাপের মঞ্চে নজর কেড়েছেন অজি তারকারা। ফলে স্বাভাবিক ভাবেই বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আইপিএলে দর বাড়বে অজিদের। (ছবি:সোশ্যাল মিডিয়া)
নতুন বছরের আইপিএলের নিলামে দর বাড়বে কোন অজি তারকাদের? এই আবহে চোখ বুলিয়ে নিন একবার। এই তালিকায় প্রথমেই থাকবেন ট্রাভিস হেড। (ছবি:সোশ্যাল মিডিয়া)
অজিদের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের দিকে নজর থাকবে। তাঁকে দলে নিতে লড়াই করতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি:সোশ্যাল মিডিয়া)
এ ছাড়া নজর থাকবে অজি তারকা মিচেল স্টার্কের দিকে। বিশ্বকাপে নজর কেড়েছেন স্টার্ক। এ বার আইপিএলে কামব্যাক করছেন তিনি। তাঁকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি:সোশ্যাল মিডিয়া)
আইপিএলের নিলামে নজর কাড়তে চলেছে অজি তারকা জশ ইংলিশ। মিডল অর্ডারে এই উইকেটকিপার ব্যাটারকে দলে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি:সোশ্যাল মিডিয়া)
নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর থাকবে জস হ্যাজলউডের দিকে। বিশ্বকাপের নজর কেড়েছেন তিনি। ফলে আইপিএলে তার ফল পাবেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)