Axar Patel-Meha Patel: ‘এ যেন পৃথিবীতে এক টুকরো স্বর্গ…’, স্ত্রী মেহাকে নিয়ে সুইৎজারল্যান্ডের বরফ মোড়া পাহাড়ে অক্ষর
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jun 18, 2023 | 8:25 AM
Axar Patel and Meha Patel at Switzerland: সাদা বরফে মোড়া পাহাড়। তাঁর মাঝে ভারতের তারকা ক্রিকেটার ও তাঁর স্ত্রী মেহা প্যাটেল। অনেকের স্বপ্নের শহর সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সস্ত্রীক অক্ষর। WTC ফাইনালে তিনি ভারতের স্কোয়াডে ছিলেন। কিন্তু একাদশে সুযোগ পাননি। বিশ্ব টেস্ট ফাইনাল শেষ হতেই অক্ষর ভ্যাকেশন মোড অন করে দিয়েছেন।
1 / 10
ভ্যাকেশন মোড অন। ওভালে বিশ্ব টেস্ট ফাইনালের পর এমনটাই করেছেন ভারতের একাধিক ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন অক্ষর প্যাটেলও। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
2 / 10
স্ত্রী মেহা প্যাটেলকে নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন অক্ষর প্যাটেল। এবং তিনি ও তাঁর স্ত্রী সময়ে সময়ে ইন্সটাগ্রামে তুলে ধরছেন তাঁদের ছুটি কাটানোর ঝলক। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
3 / 10
অক্ষর-মেহার ভ্যাকেশনের ডেস্টিনেশন ইতালি, সুইৎজারল্যান্ড। অসাধারণ জায়গা থেকে সুন্দর সুন্দর ছবি শেয়ার করছেন অক্ষর ও মেহা। অক্ষরের স্ত্রী তাঁর এক ইন্সটাগ্রাম পোস্টে ক্যাপশনে লেখেন, 'এ যেন পৃথিবীতে এক টুকরো স্বর্গ। সুইৎজারল্যান্ড তুমি আমার হৃদয়ে রয়েছো।' (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
4 / 10
চলতি বছরের ২৬ জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের সঙ্গে ট্র্যাডিশনালভাবে বিয়ে করেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
5 / 10
ঢাক, ঢোল, সানাই, নাচ, গান কোনও কিছুই অক্ষর-মেহার বিয়েতে বাদ যায়নি। ভারতীয় তারকা ক্রিকেটার কেএল রাহুল ও বলিউড সুপারস্টার আথিয়া শেট্টির বিয়ের পরই গাঁটছড়া বাঁধেন অক্ষর ও মেহা। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
6 / 10
অক্ষর প্যাটেল বিয়ের পরই জাতীয় দলের ডিউটিতে ফিরেছিলেন। দেশের মাটিতে হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলেছিলেন তিনি। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
7 / 10
বিয়ের পর সেভাবে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি অক্ষরের। কারণ, বর্ডার-গাভাসকর ট্রফির পর ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে নিজ নিজ শিবিরে যোগ দিয়েছিলেন। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
8 / 10
নেটিজ়েনরা তাই বলাবলি করছেন, অক্ষর আর মেহার হানিমুনটা অবশেষে হল। আর তাঁরা দু'জন যে সুইৎজারল্যান্ড দারুণ উপভোগ করছেন তার প্রমাণ তাঁদের শেয়ার করা ছবিই। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
9 / 10
মেহার ইন্সটাগ্রামে ঢুঁ মারলেই দেখা যাবে বরফের মাঝে তাঁর ও অক্ষরের একগুচ্ছ ছবি। উল্লেখ্য, মেহা পেশায় ডায়াটেশিয়ান ও নিউট্রিশনিস্ট। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)
10 / 10
কখনও জুরিখের কোনও চার্চ তো কখনও আবার বরফে মোড়া পাহাড়... এই হচ্ছে এখন মেহা ও অক্ষরের ট্র্যাভেল ডায়েরির দৃশ্য। (ছবি-মেহা প্যাটেল ইন্সটাগ্রাম)