রিঙ্কু সিংয়ের হার না মানা লড়াই। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে কোনওক্রমে ১ রানে জিতে প্লে অফে জায়গা করেছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে হেরে এ বারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে কেকেআর। (ছবি:টুইটার)
আইকনিক ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন আফগান সুন্দরী ওয়াজমা আয়োবি (Wazhma Ayoubi)। আফগানিস্তান দলের ডাই হার্ড ফ্যান ওয়াজমা শনিবার কাকে সমর্থন করলেন? (ছবি:টুইটার)
কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শনিবার দুটি দলে ছিল দুই আফগান ক্রিকেটার। কেকেআর টিমে রহমানুল্লা গুরবাজ ও লখনউয় দলে নবীন উল হক। (ছবি:টুইটার)
ম্যাচের আগে দুই আফগান টাইগার- গুরবাজ ও নবীনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন গতবছর এশিয়া কাপে সময় শিরোনামে আসা আয়োবি। (ছবি:টুইটার)
এদিনও ইডেনের মাঠে কচি কলাপাতা রঙা ড্রেসে ঝলমলে ওয়াজমা আয়োবিকে দেখা গিয়েছে আফগানিস্তানের পতাকা হাতে। (ছবি:টুইটার)
তবে ম্যাচের সময় গলা ফাটালেন কেকেআরের হয়ে। কেকেআরের পতাকা ওড়াতে দেখা গিয়েছে আয়োবিকে। (ছবি:টুইটার)
বিরাট কোহলির 'বিরাট' ফ্যান এই আফগান সুন্দরীর মন ভেঙেছে শেষ পর্যন্ত। কেকেআর ম্যাচ জিততে পারেনি। গুরবাজ বা নবীনের মধ্যে কারও ব্যাটেই নজরকাড়া পারফরম্যান্স ছিল না। (ছবি:টুইটার)
আর পাঁচটা ক্রিকেট ফ্যানের মতোই ওয়াজমা আয়োবি রিঙ্কু সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ। রিঙ্কুকে নিয়ে কেকেআরের টুইট রিটুইট করেছেন তিনি। (ছবি:টুইটার)