দীর্ঘ ৯ বছর পর দেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলল ভারতের মহিলা ক্রিকেট টিম (India Women's Cricket Team)। হরমনপ্রীত কৌরের ভারতের (Team India) বিরুদ্ধে একেবারে ছন্নছাড়া দেখাল হেদার নাইটের ইংল্যান্ডকে (England)। মাত্র আড়াই দিনেই শেষ হয়ে গেল ভারত-ইংল্যান্ড একমাত্র টেস্ট ম্যাচ। (ছবি-পিটিআই)
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাটে-বলে সুপারহিট দীপ্তি শর্মা (Deepti Sharma)। সতীর্থরা তাঁকে শর্মাজি বলে ডাকেন। তাই বলা যায়, শর্মাজি একেবারে নাকানিচোবানি খাইয়ে ছাড়লেন সিংহীদের। (ছবি-পিটিআই)
প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৮ রান তোলে ভারতের মেয়েরা। ওই ইনিংসে ছিল ৪টি অর্ধশতরান। যার মধ্যে ছিলেন বাংলার দীপ্তি শর্মাও। তিনি প্রথম ইনিংসে ১১৩ বলে করেছিলেন ৬৭ রান। (ছবি-পিটিআই)
ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু ব্যাট হাতেই যে দীপ্তি উজ্জ্বল ছিলেন তেমনটা নয়। ৫.৩ ওভার বল করে ৪টি মেডেনসহ ৫ উইকেট নেন দীপ্তি। ফাইফার নেওয়ার পথে দীপ্তি দেন মাত্র ৭ রান। (ছবি-পিটিআই)
দ্বিতীয় ইনিংসে দীপ্তি ফের ব্যাট হাতে করেন ২০ রান। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে ব্যাট হাতে দুই ইনিংস মিলিয়ে বাংলার দীপ্তি শর্মা করেন ৮৭ রান। (ছবি-পিটিআই)
প্রথম ইনিংসের মতোই দীপ্তি শর্মা দ্বিতীয় ইনিংসেও বল হাতে দাপট দেখান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৮ ওভার বল করে ৩২ রান খরচ করেন এবং তুলে নেন ৪টি উইকেট। (ছবি-পিটিআই)
দুই ইনিংসে ৯টি উইকেট এবং ৮৭ রান করে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন বাংলার ২৬ বছর বয়সী অলরাউন্ডার দীপ্তি শর্মা। (ছবি-পিটিআই)
টেস্ট কেরিয়ারে এই নিয়ে ৩ ম্যাচে ২৩৯ রান করলেন দীপ্তি শর্মা এবং নিয়েছেন ১৪টি উইকেট। দেশের জার্সিতে ৩টি টেস্টে ছাড়া ৮৩টি ওডিআই এবং ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন দীপ্তি শর্মা। (ছবি-পিটিআই)