বিরাট কোহলির গ্যারেজে অডি, বিএমডব্লিউ থেকে শুরু করে একাধিক লাক্সারি গাড়ি রয়েছে। (ছবি-@ViratFanTeam টুইটার)
বিরাটের বহুমূল্য গাড়ির মধ্যে একটি হল Bentley Flying Spur। যার দাম ৫.৫০ কোটি টাকা। (ছবি-@ViratFanTeam টুইটার)
কোহলির গ্যারেজে রয়েছে ৫.৩০ কোটির Bentley Continental GT গাড়িটিও। (ছবি-@ViratFanTeam টুইটার)
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির অন্যতম মূল্যবান গাড়ির একটি হল ৪.১৭ কোটি টাকার Range Rover Vogue। (ছবি-@ViratFanTeam টুইটার)
বিরাট কোহলি অডির ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তাঁর গ্যারেজে রয়েছে সুন্দর Audi R8 V10 plus গাড়িটি। যার দাম ২.৭২ কোটি। (ছবি-@ViratFanTeam টুইটার)
বিরাটকে অতীতে দেখা গিয়েছে Audi A8 L গাড়িটিতে চড়তে। এই লাক্সারি গাড়িটির দাম ১.৫০ কোটি টাকা। (ছবি-@ViratFanTeam টুইটার)
সুন্দর লাল রংয়ের Audi RS5 গাড়িটিও রয়েছে কিং কোহলির গাড়ির কালেকশনে। এই গাড়িটির দাম ১.১১ কোটি টাকা। (ছবি-টুইটার)
কোটি কোটি টাকার গাড়ি যেমন রয়েছে বিরাটের কালেকশনে তেমনই, টয়োটা ফরচুনা, রেনল্ট ডাস্টারের মতো লক্ষাধিক টাকার গাড়িও রয়েছে কোহলির গ্যারেজে। (ছবি-টুইটার)