
আলজারি জোসেফ - (১২ রানে ৬ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২০১৯ সালে আলজারি জোসেফ ১২ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। এটি আইপিএলের ইতিহাসে সেরা বোলিং স্পেল।

সোহেল তনভীর - (১৪ রানে ৬ উইকেট) রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের প্রথম মরসুমে সোহেল তনভীর চেন্নাইয়ের বিরুদ্ধএ ১৪ রানে ৬টি উইকেট নিয়েছিলেন।

অ্যাডাম জাম্পা - (১৯ রানে ৬ উইকেট) - রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাডাম জাম্পা ১৯ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন।

অনিল কুম্বলে - (৫ রানে ৫ উইকেট) আরসিবির হয়ে আইপিএলে খেলার সময় ৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ভারতীয় বোলারদের মধ্যে এটি ছিল আইপিএলের সেরা স্পেল।

আকাশ মাধওয়াল - (৫ রানে ৫ উইকেট) চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের আকাশ মাধওয়াল অনিল কুম্বলেকে স্পর্শ করে ফেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এ বারের আইপিএলের এলিমিনেটর ম্যাচে ৫ রান দিয়ে ৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এটি আইপিএলে কোনও আনক্যাপড বোলারের সেরা বোলিং স্পেল।

জসপ্রীত বুমরা - (১০ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেকেআরের বিরুদ্ধে ২০২২ সালে বুমরা ১০ রানের বিনিময়ে ৫ টি উইকেট নিয়েছিলেন।

ইশান্ত শর্মা - (১২ রানে ৫ উইকেট) ২০১১ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইশান্ত শর্মা কোচি টাস্কার্স কেরালার বিরুদ্ধে ১২ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

লাসিথ মালিঙ্গা - (১৩ রানে ৫ উইকেট) মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গারও।

অঙ্কিত রাজপুত - (১৪ রানে ৫ উইকেট) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসের হয়ে অঙ্কিত রাজপুত ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন।

মার্ক উড - (১৪ রানে ৫ উইকেট) চলতি মরসুমে লখনউ সুপার জায়ান্টসের মার্ক উড দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছিলেন। এটিও আইপিএলের ইতিহাসে সেরা স্পেলের একটি।