IPL: আইপিএলের অভিষেকে সেঞ্চুরিয়ন হয়েছিলেন যাঁরা…

Feb 27, 2024 | 8:00 AM

IPL: আর ঠিক ২৪ দিন পর শুরু হবে ১৭তম আইপিএল। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় আপাতত ১৫দিনের সূচি ঘোষণা হয়েছে। তার মাঝেই বিউগল বাজা শুরু হয়ে গিয়েছে। আইপিএলের আবহে এ বার ফেরা যাক অতীতে। ২০০৮ সালে ভারতের কোটিপতি লিগের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। তাতে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় প্রবেশ করেছিলেন যাঁরা, দেখে নিন ছবিতে...

1 / 8
এক, দুই, তিন তো নয়ই দশ বা ১২-ও নয়... নয় নয় করে ১৭তম আইপিএল শুরুর পথে। হাতে আর এক মাসও বাকি নেই। ২২ মার্চ থেকে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

এক, দুই, তিন তো নয়ই দশ বা ১২-ও নয়... নয় নয় করে ১৭তম আইপিএল শুরুর পথে। হাতে আর এক মাসও বাকি নেই। ২২ মার্চ থেকে শুরু হবে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

2 / 8
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৭তম আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ১৭তম আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ফাফ ডু'প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

3 / 8
ভারতীয় ক্রিকেট প্রেমীদের পাশাপাশি বিদেশের ক্রিকেট অনুরাগীরাও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। ভারতের এই কোটিপতি লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে ফেরা যাক অতীতে।

ভারতীয় ক্রিকেট প্রেমীদের পাশাপাশি বিদেশের ক্রিকেট অনুরাগীরাও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। ভারতের এই কোটিপতি লিগের নতুন মরসুম শুরু হওয়ার আগে ফেরা যাক অতীতে।

4 / 8
জানেন আইপিএলের অভিষেক সংস্করণে সেঞ্চুরি করেছিলেন কোন ক্রিকেটার? একজন নন। ২০০৮ সালের আইপিএলে ২ জন ক্রিকেটার সেঞ্চুরি করেছিলেন। কারা তাঁরা?

জানেন আইপিএলের অভিষেক সংস্করণে সেঞ্চুরি করেছিলেন কোন ক্রিকেটার? একজন নন। ২০০৮ সালের আইপিএলে ২ জন ক্রিকেটার সেঞ্চুরি করেছিলেন। কারা তাঁরা?

5 / 8
নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম আইপিএলের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিলেন। যা পাঁচ বছর ধরে আইপিএলের সর্বাধিক স্কোর ছিল।

নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম আইপিএলের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেছিলেন। যা পাঁচ বছর ধরে আইপিএলের সর্বাধিক স্কোর ছিল।

6 / 8
কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে ২০০৮ সালের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

কেকেআরের জার্সিতে আরসিবির বিরুদ্ধে ২০০৮ সালের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ৭৩ বলে ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

7 / 8
ব্রেন্ডন ম্যাকালামের পর ২০০৮ সালের আইপিএলে দ্বিতীয় শতরান করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল হাসি।

ব্রেন্ডন ম্যাকালামের পর ২০০৮ সালের আইপিএলে দ্বিতীয় শতরান করেছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল হাসি।

8 / 8
চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১১৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন মাইকেল হাসি।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে ২০০৮ সালে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১১৬ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন মাইকেল হাসি।

Next Photo Gallery