
আজ, অর্থাৎ ৬ ডিসেম্বর দিনটা ক্রিকেটপ্রেমীদের কাছে একটু বেশিই বিশেষ। কারণ একই দিনে জন্মেছেন তিন ভারতীয় তারকা। কারা রয়েছেন এই তালিকায়? (ছবি:সোশ্যাল মিডিয়া)

আজ জসপ্রীত বুমরা, রবীন্দ জাডেজা ও শ্রেয়স আইয়ারের জন্মদিন। এক কথায় ভারতীয় শিবিরে আজ সেলিব্রেশনের দিন। জন্মদিনে জেনে নিন তাঁদের জীবনের বিশেষ কিছু ঘটনা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

আজ, ৩৫ বছরে পা দিলেন ভারতের রবীন্দ্র জাডেজা। মেজাজটাই আসল রাজা। তা বারে বারে প্রমাণ করেন এই ভারতীয় বাঁ-হাতি স্পিনার। (ছবি:সোশ্যাল মিডিয়া)

নিজের মর্জিতে চলতেই ভালোবাসেন সকলের প্রিয় জাড্ডু। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)

ক্যালেন্ডারের পাতা ওল্টালো। ৩০-এ পা দিলেন ভারতের অন্যতম ভরসাযোগ্য পেসার জসপ্রীত বুমরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)

শুরু থেকেই দেশের জার্সিতে ফুল ফুটিয়েছেন আমেদাবাদের এই তারকা। বুম বুম বুমরা ম্যাজিকে গোটা বিশ্বকে বুঁদ করে রাখার ক্ষমতা রাখেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)

২৮ টা বসন্ত পার করলেন শ্রেয়স আইয়ার। ২০২১ সালে টেস্ট ফরম্যাটে অভিষেক হয় তাঁর। টি-২০ ও ওডিআইতে পথচলা শুরু ২০১৭ সালে। (ছবি:সোশ্যাল মিডিয়া)

দেশের জার্সিতে একের পর এক দুরন্ত ইনিংস খেলেছেন শ্রেয়স। তেইশের বিশ্বকাপেও চাপের মুহূর্তে ম্যাচের হাল ধরেন। (ছবি:সোশ্যাল মিডিয়া)