ভারতের হেড স্যার হিসেবে আরও কিছুদিন থাকছেন রাহুল দ্রাবিড়। নতুনদের তৈরি করার পিছনে দ্রাবিড়ের অবদান ভোলার নয়। (ছবি:X)
তাই এখনও কোচের দায়িত্ব থেকে তাঁকে সরাতে চায় না বিসিসিআই। তাই বাড়িয়ে দেওয়া হয়েছে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ। (ছবি:X)
দেশের জার্সিতে বরাবর সোনা ফলিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ভবিষ্যতের কারিগরদের গড়ে নেওয়ার কাজেই তিনি একাই একশো। (ছবি:X)
এ তো গেল বাইশ গজের কথা। কিন্তু জানেন ব্যক্তিগত জীবনের ইনিংস কীভাবে শুরু করেছিলেন রাহুল? রইল তাঁর প্রেমের কাহিনী। (ছবি:X)
রাহুলের স্ত্রী বিজেতা পেন্দেকার। বেঙ্গালুরুতে থাকতেন তাঁরা। পারিবারিক সূত্রে আলাপ দু'জনের। রাহুল ও বিজেতার বাবা একসঙ্গে চাকরি করতেন। (ছবি:X)
সেখান থেকেই পরিচয়। প্রথমে ভালো বন্ধু ছিলেন তাঁরা। পরে সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। দু'পক্ষের অভিভাবকরা টের পেয়েছিলেন যে চুপিচুপি প্রেম করছেন এই জুটি।(ছবি:X)
সব জানাজানি হতে বিয়ে ঠিক করে বসেন তাঁরা। কিন্তু সবটাই হয় ভীষণ গোপনে। কারণ দুই পরিবারই চায়নি ব্যাপারটা প্রকাশ্যে আসুক। (ছবি:X)
২০০২ সালে বিয়ের দিন স্থির করা হয়। কিন্তু ২০০৩ সালে ছিল বিশ্বকাপ। তাই আগের বছরটা অনুশীলনে ফোকাস করেন দ্রাবিড়। এরপর বিশ্বকাপ শেষ হতে ২০০৩ সালের মে মাসে সাত পাকে বাঁধা পড়ে এই জুটি। (ছবি:X)