KKR Top Buys: আইপিএলের ইতিহাসে কেকআরের জার্সিতে ফুল ফুটিয়েছেন কোন তারকারা?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 11, 2023 | 9:00 AM

KKR: আইপিএলের ময়দানে কেকআরের জার্সিতে নজর কেড়েছেন রবিন উত্থাপা। কেকেআরের অন্যতম সফল ক্রিকেটারদের মধ্য়ে অন্যতম রবিন। ২০১৪ সাল থেকে কেকেআরের সঙ্গে পথচলা। কেকেআরের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই বোলার। প্রথম সংস্করণে ১১ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন।

1 / 8
বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন আইপিএলে। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে আইপিএলের মেগা ইভেন্টের প্রস্তুতি। (ছবি:X)

বিশ্বকাপ শেষ হতেই ক্রিকেটপ্রেমীদের নজর এখন আইপিএলে। ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে আইপিএলের মেগা ইভেন্টের প্রস্তুতি। (ছবি:X)

2 / 8
সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল। ১৯ ডিসেম্বর হবে মিনি নিলাম। (ছবি:X)

সব ঠিক থাকলে নতুন বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হবে ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল। ১৯ ডিসেম্বর হবে মিনি নিলাম। (ছবি:X)

3 / 8
দুবাইয়ের কোকা কোলা এরিরানয় বসবে আইপিএলের মিনি নিলামের আসর। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে কেকেআরের সফলতম ক্রিকেটারদের তালিকা। (ছবি:X)

দুবাইয়ের কোকা কোলা এরিরানয় বসবে আইপিএলের মিনি নিলামের আসর। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে কেকেআরের সফলতম ক্রিকেটারদের তালিকা। (ছবি:X)

4 / 8
আইপিএলের ইতিহাসে কেকেআরের জার্সিতে অন্যতম সফল ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১১ সাল থেকে কেকেআরে সঙ্গে পথচলা। কলকাতার হয়ে প্রথম বছরেই ১৫ ম্যাচে ৩৭৮ রান করেন। ২০১২ সালে ১৭ ম্যাচ খেলে ৫৯০ রান করেন গম্ভীর। ২০১৬ তেও ছাপ ফেলেছেন। (ছবি:X)

আইপিএলের ইতিহাসে কেকেআরের জার্সিতে অন্যতম সফল ক্রিকেটার গৌতম গম্ভীর। ২০১১ সাল থেকে কেকেআরে সঙ্গে পথচলা। কলকাতার হয়ে প্রথম বছরেই ১৫ ম্যাচে ৩৭৮ রান করেন। ২০১২ সালে ১৭ ম্যাচ খেলে ৫৯০ রান করেন গম্ভীর। ২০১৬ তেও ছাপ ফেলেছেন। (ছবি:X)

5 / 8
২০১২ সালে কেকেআরের জার্সিতে আত্মপ্রকাশ করেন ভারতের তারকা বোলার সুনীল নারিন। শুরু থেকেই দলকে ভরসা জুগিয়েছেন তিনি। প্রথম বছরেই ১৫ ম্যাচে ২৪ উইকেট তুলে নিয়েছেন। (ছবি:X)

২০১২ সালে কেকেআরের জার্সিতে আত্মপ্রকাশ করেন ভারতের তারকা বোলার সুনীল নারিন। শুরু থেকেই দলকে ভরসা জুগিয়েছেন তিনি। প্রথম বছরেই ১৫ ম্যাচে ২৪ উইকেট তুলে নিয়েছেন। (ছবি:X)

6 / 8
কেকেআরের জার্সিতে বরাবর ফুল ফুটিয়েছেন আন্দ্রে রাসেল। ২০১৯ আইপিএলে ১৪ ম্যাচে ৫১০ রানের রেকর্ড রয়েছে রাসেলের। কেকেআরের জার্সিতে অন্য মাত্রার ক্রিকেট উপহার দিয়েছেন রাসেল। (ছবি:X)

কেকেআরের জার্সিতে বরাবর ফুল ফুটিয়েছেন আন্দ্রে রাসেল। ২০১৯ আইপিএলে ১৪ ম্যাচে ৫১০ রানের রেকর্ড রয়েছে রাসেলের। কেকেআরের জার্সিতে অন্য মাত্রার ক্রিকেট উপহার দিয়েছেন রাসেল। (ছবি:X)

7 / 8
আইপিএলের ময়দানে কেকআরের জার্সিতে নজর কেড়েছেন রবিন উত্থাপা। কেকেআরের অন্যতম সফল ক্রিকেটারদের মধ্য়ে অন্যতম রবিন। (ছবি:X)

আইপিএলের ময়দানে কেকআরের জার্সিতে নজর কেড়েছেন রবিন উত্থাপা। কেকেআরের অন্যতম সফল ক্রিকেটারদের মধ্য়ে অন্যতম রবিন। (ছবি:X)

8 / 8
 ২০১৪ সাল থেকে কেকেআরের সঙ্গে পথচলা। কেকেআরের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই বোলার। প্রথম সংস্করণে ১১ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। (ছবি:X)

২০১৪ সাল থেকে কেকেআরের সঙ্গে পথচলা। কেকেআরের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন এই বোলার। প্রথম সংস্করণে ১১ ম্যাচে ১৪ উইকেট তুলে নেন। (ছবি:X)

Next Photo Gallery