KL Rahul-Athiya Shetty: অল্প দিনেই চুটিয়ে প্রেম, কীভাবে জানাজানি হয় রাহুলের লাভস্টোরি?

KL Rahul Latest Updates: এরপর একে অপরের জন্মদিনে ভালোবাসার পোস্ট শেয়ার করেন তাঁরা। তখনই এই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরপর ২০২১ সালে, রাহুল যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন আথিয়াও তাঁর সঙ্গে সেখানে পৌঁছেছিলেন। চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রোমান্টিক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁদের দৈনন্দিন জীবনের কিছু বিশেষ অংশ ভাগ করে নেন তাঁরা।

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 02, 2023 | 8:00 AM

1 / 8
 সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের জার্সিতে নজর কেড়েছেন লোকেশ রাহুল। শুরুর দিকের ম্যাচে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এন দেন।(ছবি: সোশ্যাল মিডিয়া)

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ভারতের জার্সিতে নজর কেড়েছেন লোকেশ রাহুল। শুরুর দিকের ম্যাচে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে জয় এন দেন।(ছবি: সোশ্যাল মিডিয়া)

2 / 8
এ বার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। ক্রিকেটের পাশাপাশি জীবনের ইনিংসেও ছক্কা হাঁকিয়েছেন রাহুল। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এ বার পরবর্তী দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। ক্রিকেটের পাশাপাশি জীবনের ইনিংসেও ছক্কা হাঁকিয়েছেন রাহুল। (ছবি: সোশ্যাল মিডিয়া)

3 / 8
বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন রাহুল। কীভাবে অল্পদিনেই চুটিয়ে প্রেম করেন তাঁরা? জানুন সেই গোপন কাহিনী। (ছবি: সোশ্যাল মিডিয়া)

বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকে বিয়ে করেছেন রাহুল। কীভাবে অল্পদিনেই চুটিয়ে প্রেম করেন তাঁরা? জানুন সেই গোপন কাহিনী। (ছবি: সোশ্যাল মিডিয়া)

4 / 8
রাহুল-আথিয়ার প্রেমের শুরু ২০২৯ সালে। এক বন্ধুর সুবাদে পরিচয় দু'জনের। প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ হয়ে গিয়েছিল তাঁদের৷ (ছবি: সোশ্যাল মিডিয়া)

রাহুল-আথিয়ার প্রেমের শুরু ২০২৯ সালে। এক বন্ধুর সুবাদে পরিচয় দু'জনের। প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ হয়ে গিয়েছিল তাঁদের৷ (ছবি: সোশ্যাল মিডিয়া)

5 / 8
এরপর শুরু হয় ডেটিং৷  দু'জনের মধ্যেকার বন্ধুত্ব প্রেমের দিকে গড়াতে বেশি সময় নেয়নি৷ এরপর চুটিয়ে প্রেম শুরু করেন তাঁরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এরপর শুরু হয় ডেটিং৷ দু'জনের মধ্যেকার বন্ধুত্ব প্রেমের দিকে গড়াতে বেশি সময় নেয়নি৷ এরপর চুটিয়ে প্রেম শুরু করেন তাঁরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

6 / 8
শুরুতে সবটা গোপন রাখতে চাইলেও কাজ হয়নি। তারাকদের প্রেম কি আর চাপা থাকে। ফলে এই জুটির প্রেমের খবর পাঁচ কান হতে সময় লাগেনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

শুরুতে সবটা গোপন রাখতে চাইলেও কাজ হয়নি। তারাকদের প্রেম কি আর চাপা থাকে। ফলে এই জুটির প্রেমের খবর পাঁচ কান হতে সময় লাগেনি। (ছবি: সোশ্যাল মিডিয়া)

7 / 8
এরপর একে অপরের জন্মদিনে ভালোবাসার পোস্ট শেয়ার করেন তাঁরা। তখনই এই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরপর ২০২১ সালে, রাহুল যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন আথিয়াও তাঁর সঙ্গে সেখানে পৌঁছেছিলেন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

এরপর একে অপরের জন্মদিনে ভালোবাসার পোস্ট শেয়ার করেন তাঁরা। তখনই এই গুঞ্জনে সিলমোহর পড়ে। এরপর ২০২১ সালে, রাহুল যখন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন আথিয়াও তাঁর সঙ্গে সেখানে পৌঁছেছিলেন। (ছবি: সোশ্যাল মিডিয়া)

8 / 8
চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রোমান্টিক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁদের দৈনন্দিন জীবনের কিছু বিশেষ অংশ ভাগ করে নেন তাঁরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)

চলতি বছরের ২৩ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রোমান্টিক পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁদের দৈনন্দিন জীবনের কিছু বিশেষ অংশ ভাগ করে নেন তাঁরা। (ছবি: সোশ্যাল মিডিয়া)