Mahendra Singh Dhoni: পুরনো বন্ধুদের সঙ্গে জমকালো পার্টিতে ধোনি, দেখুন ছবিতে
TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত
Dec 11, 2023 | 3:42 PM
MS Dhoni: আরপি সিং ও পার্থিব প্যাটেল ক্রিকেট থেকে বিদায় নিয়ে বর্তমানে ধারভাষ্যকার হিসেবে কাজ করেন। আর ধোনি চমক দেখাতে হাজির থাকবেন নতুন বছরের আইপিএলে। ধোনিকে ধরে রেখেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। ফের হলুদ জার্সিতে ধোনি ম্যাজিক দেখার আশায় মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
1 / 8
যাবতীয় আলো থেকে বরবর দূরে থাকতে পছন্দ করেন মহেন্দ্র সিং ধোনি। তবে নামটা যেখানে ধোনি, সেখানে আলো কি তাঁর পিছন ছাড়ে!(ছবি:সোশ্যাল মিডিয়া)
2 / 8
এ বার পুরনো বন্ধু ও সতীর্থদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল ভারতের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
3 / 8
পুরনো বন্ধু আর পি সিং, পার্থিব প্যাটেলদের সঙ্গে জমকালো পার্টিতে দেখা গেল মাহিকে। সঙ্গে ছিলেন তাঁদের লেডিলাকরাও। (ছবি:সোশ্যাল মিডিয়া)
4 / 8
এক জমজমাট পার্টিতে ধরা দিলেন প্রাক্তন ভারতীয় তারকারা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে সব ছবি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
5 / 8
এক কথায় জমে গিয়েছিল পার্টি। যা তারকাদের মুখ দেখলেই বোঝা যাচ্ছে। সুরেশ রায়নার সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন মাহি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
6 / 8
পার্টিতে এক ফ্রেমে পাওয়া গেল ধোনি ও তাঁর অন্যতম প্রিয় তারকা আরপি সিংকে। মাঠে সবসময় ধোনির সমর্থনে দেখা যেত আরপিকে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
7 / 8
আরপি সিং ও পার্থিব প্যাটেল ক্রিকেট থেকে বিদায় নিয়ে বর্তমানে ধারভাষ্যকার হিসেবে কাজ করেন। আর ধোনি চমক দেখাতে হাজির থাকেন আইপিএলে। নতুন বছরের আইপিএলেও থাকছেন তিনি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
8 / 8
ধোনিকে ধরে রেখেছে তাঁর দল চেন্নাই সুপার কিংস। ফের হলুদ জার্সিতে ধোনি ম্যাজিক দেখার আশায় মুখিয়ে রয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। (ছবি:সোশ্যাল মিডিয়া)