বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স। প্রথম চার ম্যাচ তাঁকে খেলানো হয়নি। তবে তারপর ফিরেই জাত চিনিয়েছেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
ওডিআই বিশ্বকাপে একাই তুলে নিয়েছেন ২৪ উইকেট। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নেনে। (ছবি:সোশ্যাল মিডিয়া)
এক কথায় সামি ঝড়ে হিট এ বারের ওডিআই বিশ্বকাপ। সামির আগুব ফর্মে মুগ্ধ সকলেই। তবে তাঁর পারফরম্যান্সের রহস্য কী জানেন? (ছবি:সোশ্যাল মিডিয়া)
সেটা হল সামির ফিটনেস। বিরাট কোহলির মতো তারকাদের ফিটনেস সবসময়ই আলোচনায় থাকে। তবে এসব আলোচনা থেকে বরাবর দূরে থাকেন মহম্নদ সামি। (ছবি:সোশ্যাল মিডিয়া)
তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে সামির ফিটনেস রুটিন। আজকাল কঠোর শরীরচর্চার মধ্যে থাকেন তিনি।(ছবি:সোশ্যাল মিডিয়া)
শরীরচর্চা তো আছেই। পাশাপাশি কঠোর ডায়েট মেনে চলেন তিনি। সামির ডায়েট তালিকাটা ঠিক কেমন জানেন? (ছবি:সোশ্যাল মিডিয়া)
দিনে একটাই মিল নেন তিনি। তবে তাতে আমিষটাই পছন্দ করেন। অন্যান্য কোনও সাপ্লিমেন্ট খান না।(ছবি:সোশ্যাল মিডিয়া)
বিরিয়ানি তাঁর অন্যতম দুর্বলতা। একসময় প্রচুর বিরিয়ানি খেতেন। তবে চোটের পর কঠোর ডায়েট মেনে চলেন। তাই পাত থেকে বাদ পড়েছে বিরিয়ানি। (ছবি:সোশ্যাল মিডিয়া)