
বিশ্বকাপ মিটতেই শুরু হয়ে গিয়েছে আইপিএলের প্রস্তুতি। এই মাসের ১৯ তারিখই অনুষ্ঠিত হবে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। (ছবি:X)

দুবাইয়ের কোকা কোলা এরিনায় বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে তারকাদের। ইতিমধ্যেই পার্স খালি করার সুযোগ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। (ছবি:X)

সেই মতোই পছন্দের ক্রিকেটারদের ধরে রেখে বাকিদের রিলিজ করে দিয়েছে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি। যার মধ্য়ে রয়েছে নীতা আম্বানির মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি:X)

মুম্বইয়ের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নিলামে দলে নিতে পারে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কারা রয়েছেন এই তালিকায়? চোখ বুলিয়ে নিন একবার...(ছবি:X)

আগের বছর প্রোটিয়া অলরাউন্ডার ডোয়েন জানসেনকে ২০ লক্ষ টাকায় কিনেছিল এমআই। এই বছর তাঁকে রিলিজ করেছে মুম্বই। নিলামে তাঁর দিকে নজর থাকবে সিএসকের। (ছবি:X)

এই তালিকায় রয়েছে ক্রিস জর্ডন। মুম্বই ইন্ডিয়ান্স পরিবর্ত প্লেয়ার হিসেবে ২ কোটি দিয়ে তাঁকে কিনেছিল। তারপর তাঁকে রিলিজ করে দেয় এই দল। এ বার নিলামে তাঁকে দলে টানতে পারে চেন্নাই। (ছবি:X)

২০২৩ মরসুমে অজি তারকা রিলে মেরেদিথকে ১ কোটি টাকা দিয়ে কিনেছিল রোহিত শর্মার দল। এই তারকাকে এ বার ছেড়ে দিয়েছে এম আই। নিলামে রিলের দিকে নজর থাকবে সিএসকের।(ছবি:X)

এ ছাড়া নজর থাকবে হৃত্বিক শোকিনের দিকে। ২০২৩ আইপিএলে তাঁকে ২০ লক্ষ অর্থের বিনিময়ে কিনেছিল এম আই। তাঁকে এ বার ছেড়ে দিয়েছে মুম্বই। সিএসকে দলে নিতে পারে হৃত্বিকে।(ছবি:X)