MI Star Players: মুম্বইয়ের জার্সিতে সোনা ফলিয়েছেন কোন তারকারা? রইল তাঁদের হদিশ
Hardik Pandya: চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সেরা ক্রিকেটার কারা?২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিনেছিল এমআই। তারপর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যান হার্দিক। তবে ফের ঘরে ফিরেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ২০১৪ সালে এমআইতে যোগ দেন বুমরা। এই দলের হয়ে নজর কেড়েছেন বুমরা।