
আইপিএলের প্রস্তুতি শুরু হতেই আলোচনায় মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ে ফিরেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। (ছবি:X)

তারপর থেকেই আলোচনায় মুম্বই। এ বার একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে নীতা আম্বানির দল। এ বার নিলামে কাদের দলে নেবে এই ফ্র্যাঞ্চাইজি? সেই দিকেই তাকিয়ে সবাই। (ছবি:X)

চলতি মাসের ১৯ তারিখ দুবাইয়ে বসবে নিলামের আসর। সেখানেই ভাগ্য নির্ধারন হবে ক্রিকেটারদের। এই আবহে জেনে নিন আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের সেরা ক্রিকেটার কারা? (ছবি:X)

২০১১ সাল থেকে মুম্বইয়ের সঙ্গে পথচলা শুরু করেছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল ট্রফি জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। (ছবি:X)

২০১৫ সালে মাত্র ১০ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে কিনেছিল এমআই। তারপর মুম্বই ছেড়ে গুজরাটে চলে যান হার্দিক। তবে ফের ঘরে ফিরেছেন তিনি। (ছবি:X)

মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম তারকা হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। ২০১৪ সালে এমআইতে যোগ দেন বুমরা। এই দলের হয়ে নজর কেড়েছেন বুমরা। (ছবি:X)

ভারতের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদবকে কিনেছিল নীতা আম্বানির মুম্বই। এম আইয়ের জার্সিতে নজর কেড়েছেন সূর্য। (ছবি:X)

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কিয়েরন পোলার্ড। ২০১০ সালে তাঁকে কিনেছিল এমআই। দলকে হতাশ করেননি তিনি। (ছবি:X)