
বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। খেলছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। (ছবি:পিটিআই)

আজকের দিনটা ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জন্য একটু বেশিই বিশেষ। একে তো বিশ্বকাপের দ্বিতীয় ম্য়াচ, আর অন্যদিকে আজ তাঁর জন্মদিন। (ছবি:পিটিআই)

৩০-এ পা দিলেন ভারতের সহ-অধিনায়ক। আফগানদের মুখোমুখি হওয়ার আগে মাঠেই হল জন্মদিনের সেলিব্রেশন। কাটা হল কেকও। সম্প্রচারকারী চ্য়ানেলের তরফে কেকের ব্যবস্থা করা হয়।(ছবি:পিটিআই)

টসের আগে মাঠে ডেকে হার্দিকের জন্মদিন উদযাপন করেন গৌতম গম্ভীর। চকোলেট কেক কেটে হয় সেলিব্রেশন। নিজের হাতে তাঁকে কেক খাইয়ে দেন গম্ভীর। (ছবি:পিটিআই)

কেক কেটেই হার্দিককে বলতে শোনা যায়, এই প্রথমবার জন্মদিনে কোনও ম্যাচ খেলব। দেখা যাক কেমন যায় আজকের দিনটা। আশা করি উপভোগ করব।" জন্মদিনে এ বার এক বিশেষ উপহার পেয়েছেন তিনি। জানালেন সে কথাও। (ছবি:পিটিআই)

তাঁর একমাত্র ছেলে অগস্ত্য দু'দিন আগে একটা ছবি এঁকে দিয়েছে। ওটাই এ বছরের সবচেয়ে দামী উপহার হার্দিকের কাছে। বাড়তি আবর কোনও রকমের উদযাপনে এ বার মাতেননি তিনি।(ছবি:পিটিআই)

৩০-এ পা দিলেন তিনি। এ ব্য়াপারে হাসতে-হাসতে বলেন, "দেখতে-দেখতে সবার সঙ্গেই বড় হয়ে গেলাম।" প্রসঙ্গত, ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে এবং ওয়ান ডে ফরম্য়াটে অভিষেক হয় তাঁর। (ছবি:পিটিআই)

অজিদের বিরুদ্ধে খেতে গিয়ে আঙুলে চোট পান। এখন কেমন আছে আঙুল? জানতে চাওয়া হলে বলেন, "আগের দিন বল করার পর রক্ত বেরিয়েছিল। শেষে ভালো করে বল করতে পারিনি। আজকে আমার ব্যাটিং ও বোলিং কেমন হয় সেটাই দেখার।" (ছবি:পিটিআই)