ICC ODI World Cup: ইডেনে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে সমর্থকরা, দেখুন ছবিতে
Pak vs Eng: পাকিস্তানের সমর্থনে নেপাল থেকেও এসেছেন কেউ কেউ। একটাই আশা জিতুক পাকিস্তান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী পাকিস্তানের জার্সিও রয়েছে কারও কারও গায়ে।পাক অধিনায়ক বাবর আজমের সমর্থনে এসেছেন কেউ-কেউ। গালে বাবরের নাম লিখেছেন। গ্য়ালারিতে বাবরের হয়েই গলা ফাটাচ্ছেন তাঁরা।